ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা, সম্পৃক্ততা নেই বিএনপির

  • ফেনী প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : ১০:৪৩:০১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দকে ফেনীতে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন সোনাগাজী উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সদস্যসচিব নুর আলম সোহাগ।

রোববার (২০ জুলাই) দুপুরে উপজেলার জিরো পয়েন্ট এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এমন ঘোষণা দেন।

বক্তব্যে সোহাগ নুর বলেন, নব্য রাজনৈতিক দলের আনকোরা এক নেতা, যে বয়সে আমার চেয়েও ছোট, সে আমাদের প্রাণের নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছে। যদি সোমবার ফেনীতে অনুষ্ঠিতব্য এনসিপির সমাবেশের আগে তাদের নেতারা প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে তাদের ফেনীতে প্রবেশ করতে দেওয়া হবে না।

তিনি বলেন, এ দেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের। এই দেশে বাস করতে হলে জিয়া পরিবারের প্রতি শ্রদ্ধা-সম্মান রেখে থাকতে হবে। আপনারা জুলাই বেচার প্রক্রিয়া শুরু করেছেন। আপনারা ঢাকায় নেতৃত্ব দিয়েছেন, তৃণমূলে আমরা নেতৃত্ব দিয়েছি। জুলাই শুধু আপনাদের একার নয়, এটি গণমানুষের। যদি মুক্তিযুদ্ধের মতো একপাক্ষিক করার চেষ্টা চালিয়ে যান, তাহলে এ দেশের মানুষ আপনাদেরও বয়কট করবে।

এদিকে এনসিপির আগামীকালের কর্মসূচি ঘিরে গেল বছরের বন্যার সময়ে টিএসসিতে গণ-ত্রাণ কর্মসূচির অর্থ ফেনীতে ব্যয় না করে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার বলেন, ত্রাণের ১২ কোটি টাকা নিয়ে ফেনীর মানুষ ক্ষুব্দ। সাধারণ মানুষ কিছু করলে সেই দায় আমরা নেবো না।

অন্যদিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের একাধিক নেতাকর্মী এনসিপির কর্মসূচি ঘিরে কঠোর হুঁশিয়ারি দিলেও এসব কর্মকাণ্ডে দলের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন ফেনী জেলা বিএনপি। রোববার সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্যসচিব আলাল উদ্দিন আলাল এক যৌথ বিবৃতিতে এমনটি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে, আগামীকাল সোমবার ফেনীতে এনসিপির সমাবেশ প্রতিহত করা হবে—এটির সঙ্গে ফেনী জেলা বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। এসব গুজব যারা ছড়াচ্ছে, আমরা দ্রুত তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।  আমাদের ধারণা তারা ফ্যাসিস্টদের দোসর। মিথ্যা গুজব ছড়িয়ে শান্ত ফেনীকে অশান্ত করার পাঁয়তারা করছে। ফেনী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কেউ যদি এ ব্যাপারে কোনো উষ্কানিমূলক মতামত দেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের ঢাকা পোস্টকে বলেন, বন্যার সময়ে তোলা টাকা তখনই উপদেষ্টার তহবিলে জমা দেওয়া হয়েছিল। এ বিষয়ে গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদনও রয়েছে। তারপরও অনেকে এটিকে ঘিরে বিতর্ক করার চেষ্টা করছে। এ ছাড়া অনেকে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। এসব বিষয়ে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে আমরা কথা বলেছি। পাশাপাশি দলের পক্ষ থেকে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বক্ষণিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করছি। সার্বিক নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত নই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

মাহিন হত্যা মামলায় আরো এক আসামি গ্রেফতার হলো ফটিকছড়িতে

ফেনীতে এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা, সম্পৃক্ততা নেই বিএনপির

প্রকাশের সময় : ১০:৪৩:০১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দকে ফেনীতে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন সোনাগাজী উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সদস্যসচিব নুর আলম সোহাগ।

রোববার (২০ জুলাই) দুপুরে উপজেলার জিরো পয়েন্ট এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এমন ঘোষণা দেন।

বক্তব্যে সোহাগ নুর বলেন, নব্য রাজনৈতিক দলের আনকোরা এক নেতা, যে বয়সে আমার চেয়েও ছোট, সে আমাদের প্রাণের নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছে। যদি সোমবার ফেনীতে অনুষ্ঠিতব্য এনসিপির সমাবেশের আগে তাদের নেতারা প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে তাদের ফেনীতে প্রবেশ করতে দেওয়া হবে না।

তিনি বলেন, এ দেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের। এই দেশে বাস করতে হলে জিয়া পরিবারের প্রতি শ্রদ্ধা-সম্মান রেখে থাকতে হবে। আপনারা জুলাই বেচার প্রক্রিয়া শুরু করেছেন। আপনারা ঢাকায় নেতৃত্ব দিয়েছেন, তৃণমূলে আমরা নেতৃত্ব দিয়েছি। জুলাই শুধু আপনাদের একার নয়, এটি গণমানুষের। যদি মুক্তিযুদ্ধের মতো একপাক্ষিক করার চেষ্টা চালিয়ে যান, তাহলে এ দেশের মানুষ আপনাদেরও বয়কট করবে।

এদিকে এনসিপির আগামীকালের কর্মসূচি ঘিরে গেল বছরের বন্যার সময়ে টিএসসিতে গণ-ত্রাণ কর্মসূচির অর্থ ফেনীতে ব্যয় না করে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার বলেন, ত্রাণের ১২ কোটি টাকা নিয়ে ফেনীর মানুষ ক্ষুব্দ। সাধারণ মানুষ কিছু করলে সেই দায় আমরা নেবো না।

অন্যদিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের একাধিক নেতাকর্মী এনসিপির কর্মসূচি ঘিরে কঠোর হুঁশিয়ারি দিলেও এসব কর্মকাণ্ডে দলের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন ফেনী জেলা বিএনপি। রোববার সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্যসচিব আলাল উদ্দিন আলাল এক যৌথ বিবৃতিতে এমনটি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে, আগামীকাল সোমবার ফেনীতে এনসিপির সমাবেশ প্রতিহত করা হবে—এটির সঙ্গে ফেনী জেলা বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। এসব গুজব যারা ছড়াচ্ছে, আমরা দ্রুত তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।  আমাদের ধারণা তারা ফ্যাসিস্টদের দোসর। মিথ্যা গুজব ছড়িয়ে শান্ত ফেনীকে অশান্ত করার পাঁয়তারা করছে। ফেনী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কেউ যদি এ ব্যাপারে কোনো উষ্কানিমূলক মতামত দেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের ঢাকা পোস্টকে বলেন, বন্যার সময়ে তোলা টাকা তখনই উপদেষ্টার তহবিলে জমা দেওয়া হয়েছিল। এ বিষয়ে গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদনও রয়েছে। তারপরও অনেকে এটিকে ঘিরে বিতর্ক করার চেষ্টা করছে। এ ছাড়া অনেকে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। এসব বিষয়ে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে আমরা কথা বলেছি। পাশাপাশি দলের পক্ষ থেকে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বক্ষণিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করছি। সার্বিক নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত নই।