
আজ ১৭ জুলাই নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত বর্ধিত সভায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন।
উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া’র সভাপতিত্বে এবং মোঃ মজিবুর রহমান ভুইঁয়া মজনু’র পরিচালনায় বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জেলা পরিষদ হল রুমে শুরু হওয়া এ সভার সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ডাঃ রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, এস.এম. মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ মুন্না, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ শামসুল হুদা শামীম।
সভায় আরও বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান জেলা জাসাসের সদস্য সচিব গজনবী চয়ন বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, মাহবুবুর রহমান বিল্টু (দলপা), রনি (গন্ডা), ইকবাল হোসেন লিটন (গড়াডোবা), গোলাম মোস্তফা ভুইঁয়া (চিরাং), সাইফুল ইসলাম (বলাইশিমুল), রেজাউল আলম সুমন (মাসকা), সোহেল আহমেদ (আশুজিয়া), নজরুল ইসলাম (সান্দিকোনা) প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম, নেতৃবৃন্দ মাহবুব আলম জরিপ, জাহাঙ্গীর আলম, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম এবং উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, জাসাস, তাতীদল প্রভৃতি সংগঠনের আহ্বায়ক, সদস্য সচিব ও নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, “জুলাই মাসে যারা শহীদ হয়েছেন—বিশেষ করে ছাত্রদলের নিহত সদস্যদের আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আহতদের পাশে দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।
তারা আরও বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের নেতা তারেক রহমান আগেই নির্দেশ দিয়েছেন—দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে জনসাধারণের পাশে দাঁড়াতে হবে।” বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিএনপির বিরুদ্ধে অপপ্রচার বা অহেতুক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।” এই বর্ধিত সভা নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও সাংগঠনিক গতিশীলতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।