
গভীর সমুদ্রে ৪ দিন ভেসে থাকা ৯ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছে আরও তিন জেলে।
বৃহস্পতিবার ১০ সকালে পটুয়াখালীর রাঙ্গাবালীর সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে স্থানীয় এক মাছ ধরার ট্রলারের জেলেরা তাঁদেরকে উদ্ধার করেন এবং দুপুরের দিকে রাঙ্গাবালী নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত জেলেরা হচ্ছেন, কবির হোসেন (৫২), এবাদত (৩৬), আল আমিন সিকদার (২৮), জাহিদ (২৭), রাসেল (২৪), ইব্রাহিম খান (৪০), মুনসুর (২৮), শাহ আলম (৬২) ও নূরুল হক (৪৫)।
এরা সবাই বরগুনার পাথরঘাটা উপজেলার জেলে। অন্যদিকে নিখোঁজ তিন জেলে হচ্ছেন, খবির আলী মিয়া, সোহাগ ও গোপাল মিস্ত্রী। উদ্ধার হওয়া জেলেরা জানায়, গত ৫ জুলাই গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ‘এফবি সাইকূল’ নামের একটি ট্রলার ৬ জুলাই সকালে পায়রা বন্দরের শেষ বয়ার কাছে ভয়াবহ ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারটিতে মোট ১২ জন জেলে ছিলেন। এরপর থেকে তারা নিখোঁজ থাকে। উদ্ধার হওয়া জেলে কবির হোসেন বলেন, ভোরে ট্রলার উল্টে ডুবে গেলে আমরা সবাই রিং বয়া ও ফ্লোট ধরে সাগরে ভেসে থাকি।
এ সময় খাবার, বিশ্রাম কিছুই ছিল না। শুধু লবণ পানি খেয়ে কোনো রকমে বেঁচে ছিলঅম আমরা। কিন্তু ঢেউয়ের তোড়ে তিনজন আমাদের কাছ থেকে ছিটকে পড়ে। তারপর আমরা ৯ জন প্রণপণ চেষ্টা করে একসঙ্গে থাকি’। এ ব্যাপারে রাঙ্গাবালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম জানান, উদ্ধারকৃত জেলেদের চরমোন্তাজে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিখোঁজদের ব্যাপারে অনুসন্ধান চলছে। কেউ কেউ বলছে তাদেরও উদ্ধার করা হয়েছে। তবে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি।