
নেত্রকোনার আটপাড়া উপজেলায় পুকুরে মাছ চুরি নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছেন।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে উপজেলার সুখারী ইউনিয়নের দেবদ্বার গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন হারুন রশিদ (৩৮), তরিকুল ইসলাম (২৯), হুমায়ুন (৪৫) ও সুমন (২৮)। তাঁরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, হারুন রশিদ শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাঁকে গালিগালাজ করে।
একপর্যায়ে প্রতিপক্ষের লাট মিয়া নিজের লোকজনকে হামলার নির্দেশ দেন। এরপর বল্লম ও ধারালো অস্ত্র নিয়ে তাঁরা হারুন রশিদের ওপর হামলা চালান। হারুনের চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ছুটে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আহত হারুন রশিদের ভাই আল মামুন বাদী হয়ে সাতজনকে আসামি করে থানায় মামলা করেছেন। আসামিরা হলেন লাট মিয়া, তাঁর ভাই হাদিস ও খাদেম, ছেলেরা তাপস ও সোলেমান, আত্মীয় হানিফ ও সম্রাট। এদের মধ্যে হানিফকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। অভিযুক্ত পক্ষের একজন নারী সাংবাদিকদের বলেন, ‘পূর্বে লাট মিয়া হারুন রশিদের পারিবারিক ঝগড়া মিটাতে গেলে তাঁকে মারধর করা হয়। এরপর তাঁর ভাই ও ভাতিজারা রাগের বশে প্রতিক্রিয়া দেখায়।’