
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ বুধবার ৮ জুলাই দুপুরে উপজেলার দলপা ইউনিয়নের বেখৈরহাটি এলাকার এনকে উচ্চ বিদ্যালয়ের সামনের পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—ভাদেরা গ্রামের মৃত হাদিস মিয়ার ছেলে রিয়াদ জামান (২৫) এবং বেখৈরহাটির ভূঞাপাড়া গ্রামের মৃত হাদিস মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৫)। জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ সময় তাদের দেহ তল্লাশি করে মোট ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনার বিষয়ে ডিবি পুলিশের এসআই মো. ইকবাল হোসেন বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর—১১/৮-৭-২০২৫ ইং। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই তোফায়েল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে মাদকবিরোধী তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের মতে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।