
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ছাত্রদলের পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগদান করলেন শেখ রাফসান রাব্বি নামে এক ছাত্রদল নেতা।
মঙ্গলবার ৮ই জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোষ্টের মাধ্যমে ছাত্রদল থেকে পদত্যাগ করে ছাত্রশিবিরের যোগদানের বিষয়টি নিশ্চিত করেন তিনি। এ বিষয়ে শেখ রাফসান রাব্বি জানান, আমি ছাত্রদলের রাজনীতিতে যুক্ত থাকার সময় খালিয়াজুরি উপজেলার মেন্দিপুর ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি।
আমার দীর্ঘদিনের রাজনৈতিক অধ্যয়নে আমি এখন এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে একজন মুসলমান তথা সকল বিবেকসম্পন্ন মানুষের মাঝে কোন সুনির্দিষ্ট ব্যাক্তির পরিবর্তে রাসূল(সা) এর জীবনাদর্শে অনুসরণ করাটা হচ্ছে অধিকতর উত্তম।তাছাড়া কোন নির্দিষ্ট ব্যক্তি,পরিবার ও দুনিয়াবি ধর্মনিরপেক্ষ রাজনীতির বিপরীতে গিয়ে সকল পর্যায়ে আল্লাহর দাসত্ব মেনে নিয়ে রাজনৈতিক রুটিন ওয়ার্ক আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে।
এ সময় তিনি আরো জানান,আমি আরো অধ্যয়ন করেছি যে,আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যে লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচি গ্রহন করেছে মূলত তাতেই নিহিত রয়েছে ইহজাগতিক শান্তি ও পরকালীন মুক্তি।সংগঠনটির শৃংখলা,জনশক্তির জন্য সুনির্দিষ্ট ধর্মীয় ও বিজ্ঞানভিত্তিক সিলেবাস,পারস্পরিক শ্রদ্ধাবোধ,ভ্রাতৃত্ব ও ভালোবাসা,আদেশ ও আনুগত্যের ভারসাম্য,দেশের সমস্ত জনহিতকর আন্দোলনে সম্মুখভাগে নেতৃত্বদান ও দেশপ্রেম ইত্যাদি ইতিবাচক গুণাবলি আমাকে বিশেষভাবে দলটির প্রতি আগ্রহী করে তুলেছে।তাই বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরে যোগদান পূর্বক আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খালিয়াজুড়ি উপজেলার ১নং মেন্দিপুর ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক দায়িত্ব থেকে স্বেচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করছি। আমি আমার দীর্ঘ রাজনৈতিক পথচলায় জাতীয়তাবাদী ছাত্রদলে আমার সহযোদ্ধা ও শুভাকাঙ্কীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।আপনাদের কাছে আমি আমার জন্য দোয়া চাই।