
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অটোরিকশা চার্জারের সংযোগ খুলতে গিয়ে রতন মিয়া (৫৫) নামে এক চালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
সোমবার ৭ জুলাই সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন মিয়া ওই গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রতন মিয়া প্রতিদিনের মতো আগের রাতে তার ব্যাটারিচালিত অটোরিকশাটি চার্জে দিয়ে রাখেন। সকালে সেটির সংযোগ খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশীরা জানান, রতন মিয়া একজন সৎ, পরিশ্রমী এবং অমায়িক মানুষ ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সবাইকে বিদ্যুৎ ব্যবহারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান। এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”