
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের রফিকুল ইসলাম শামীম (৩৭) নিখোঁজ হওয়ার তিনদিন পর তার ব্যবহৃত মোটরসাইকেল গতরাতে একটি ব্রীজের নীছ থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজ ব্যাক্তির মোটর সাইকেল উদ্বার হওয়ার পর আরও কোন তথ্য পাওয়া যায় কি না তা খোঁজ করে তথ্য বের করার জন্য গন্ডা ইউনিয়নের গৈচাশিয়া ব্রিজ এলাকা পরিদর্শন করেন কেন্দুয়া সার্কেল এএসপি গোলাম মোস্তফা । আজ রবিবার, ৬ জুলাই দুপুর আনুমানিক দেড়টায় তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের লোকজন উপজেলার গন্ডা ইউনিয়নের শামুক জানী নদীর গৈচাশিয়া ব্রিজ ও আশপাশের এলাকা খোঁজ করেন কোন আলামত পাওয়া যায় কিনা।
জানা যায়, গতকাল (৫ জুলাই) এই ব্রিজের নিচ থেকেই নিখোঁজ রফিকুল ইসলাম শামীমের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে কেন্দুয়া থানা পুলিশ। ঘটনাস্থল পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন – কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান,তদন্ত পরিদর্শক মিহির রঞ্জন দেব,কেন্দুয়া থানা পুলিশ ফোর্স
স্থানীয় জনপ্রতিনিধি, বাসিন্দা ও সাংবাদিকবৃন্দ
উল্লেখ্য, গত ৩ জুলাই রফিকুলের বড় ভাই মোঃ সাইফুল ইসলাম কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যেখানে তিনি উল্লেখ করেন—২ জুলাই রাত সাড়ে ১১টায় গন্ডা ইউনিয়নের পাহাড়পুর এলাকা থেকে তার ভাই নিখোঁজ হন।
এলাকাবাসী ও ভোক্তভোগীর পরিবারের দাবি প্রশাসন দ্রুত সময়ের মধ্যেই রহস্য উদঘাটন করে নিখোঁজ রফিকুলের অবস্থান জীবিত কিংবা মৃত নিশ্চিত করতে সক্ষম হবে।