
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রেন্টিতলা থেকে সান্দিকোনা পর্যন্ত গ্রামীণ সড়কে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে লোহার গেট স্থাপন করা হয়েছে। এতে দুর্ঘটনা ও যানজটের ভোগান্তি থেকে মুক্তি পাওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
জানা গেছে, সড়কটি দীর্ঘদিন ধরে চোরাচালানের জন্য একটি নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গেট বসানোর ফলে চোরাকারবারিদের পণ্য পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় বিষয়টি নিয়ে একটি চক্র অসন্তুষ্ট। সম্প্রতি এই গেটগুলো সরিয়ে ফেলার একটি গুঞ্জন এলাকায় ছড়িয়ে পড়েছে, যা ঘিরে সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
প্রকল্প সংশ্লিষ্টদের বরাতে জানা যায়, সড়কটি সরু এবং তুলনামূলকভাবে দুর্বল হওয়ায় অতিরিক্ত ওজনের ভারী যানবাহন চলাচল করলে তা দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়। ফলে ঠিকাদার গেট নির্মাণের মাধ্যমে ভারী যান নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণ করেন, যা জনস্বার্থে প্রশংসিত হয়েছে।
স্থানীয়দের মতে, এই উদ্যোগ এলাকায় চলাচলের সুরক্ষা নিশ্চিত করেছে এবং সড়কের আয়ু বৃদ্ধিতে সহায়ক হবে। তবে গেট অপসারণের গুজব বাস্তবে রূপ নিলে চোরাচালান আবারও বৃদ্ধি পাবে এবং জনগণের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এ বিষয়ে প্রশাসনের সুস্পষ্ট অবস্থান এবং গেট রক্ষার উদ্যোগ কামনা করছেন সচেতন নাগরিকরা।