
ছবি সংগৃহীতঃ
নেত্রকোনার কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদের গুদাম থেকে ৩০৪ বস্তা সরকারি চাল জব্দের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (২ জুলাই) কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার আদালতের নির্দেশে কেন্দুয়া থানায় মামলাটি রেকর্ড করে পুলিশ। এ ঘটনায় ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।
বিশেষ ক্ষমতা আইনে করা ওই মামলায় খোকন আহমেদকে (৫০) একমাত্র আসামি করা হয়েছে।
খোকন আহমেদ কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি। তিনি কেন্দুয়া পৌরসভার বাদে আঠারো বাড়ি এলাকার বাসিন্দা এবং ওই এলাকায় তার মালিকানাধীন মেসার্স নাহার ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান রয়েছে।
জানা গেছে, জব্দ করা চালগুলো হতদরিদ্রদের মধ্যে বিতরণের জন্য সরকার নির্ধারিত ছিল। কিন্তু তা খোকন আহমেদের গুদামে মজুত রাখা হয়, যা আইনত দণ্ডনীয় অপরাধ।সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করে বলেন, সাজা থেকে বাঁচতে বিএনপি নেতা খোকন আহমেদ তার ডিলারশিপ লাইসেন্স অন্যের নামে ট্রান্সফার করার চেষ্টা করছেন।
সরকারি চাল জব্দ হলে প্রশাসনের পক্ষ থেকে মামলা দেওয়ার কথা থাকলেও দীর্ঘদিনেও এ বিষয়ে মামলা করেনি প্রশাসন।
এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এমদাদুল হক তালুকদার বলেন, ঘটনাটি আমার এরিয়ার মধ্যে ছিল না। আমাকে চিঠি দিয়ে কেউ জানায়নি। জব্দ করা চালগুলো পুলিশের হেফাজতে ছিল। তাই এ বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী মামলাটি গ্রহণ করা হয়েছে। আসামি খোকন আহমেদ বর্তমানে পলাতক থাকায় তাকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।