ছবি সংগৃহীত
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা অসদুপায় অবলম্বনের দায়ে ৭৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার ও তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৮ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১টি কেন্দ্রসহ মোট ১৭টি কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ৫০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয় হয়। এছাড়া, অনিবার্য কারণে কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে অপারগ হলে তাদের বিকল্প হিসেবে আরও পাঁচজন ম্যাজিস্ট্রেটকে প্রস্তুত রাখা হয়।
সর্বশেষ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষায় পাস করেন ১৩ হাজার ২৫৮জন আইনের শিক্ষার্থী। এছাড়া গতবারের লিখিত পরিক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরাও এবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
উল্লেখ্য, আইনজীবী হতে হলে আইন বিষয় ডিগ্রি অর্জনের পর একজন আইনের শিক্ষার্থীকে বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে তিন ধাপের (এমসিকিউ, লিখিত ও মৌখিক) পরীক্ষায় কৃতকার্য হয়ে সনদপ্রাপ্ত হতে হয়।