
গাজীপুরের কালিয়াকৈরে থানার সামনের উপজেলার পরিষদ মসজিদ থেকে নির্বাহী কর্মকর্তা ও সাংবাদিক সহ বিশ মুসল্লির জুতা চুরি ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। জানা যায়, কালিয়াকৈর উপজেলার লতিফপুর থানার সামনে উপজেলা পরিষদ মসজিদে(শুক্রবার) জুমার নামাজ পড়তে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদ নামাজ শেষে দেখেন তার জুতা চুরি হয়ে গেছে।
অনেক খোঁজাখুঁজি পরেও জুতা পাওয়া যায়নি। এর পরপরই দেখা যায় সাংবাদিক ও উপজেলা কর্মচারী সহ কমপক্ষে বিশ মুসল্লিরও জুতা চুরি হয়ে গেছে। এনিয়ে অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর অবনতির কারণেই এ রকম ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মুসলিমগণরা। কালিয়াকৈর উপজেলা নিবার্হী কর্মকর্তা কাউছার আহামেদ জানান, বিষয়টি অপ্রত্যাশিত মসজিদের ভেতরে থেকে জুতা চুরি এটা আসলে কাম্য নয়।
তবে এই ঘটনায় তদন্ত করা হচ্ছে। খুব তাড়াতাড়ি দোষীদের গ্রেপ্তার করা হবে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখি।