
নেত্রকোনা মদন পৌরসভার দেওয়ান বাজার নিজ দোকান থেকে ১১০০ গ্রাম গাঁজা নিয়ে বাপ বেটা কে আটক করে পুলিশ। বুধবার ২৫ জুন রাত ৯ টার সময় মদন পৌর সদরের দেওয়ান বাজারে গৌরাঙ্গ চন্দ্র পালের ছেলে টিংকু চন্দ্র পাল( ৫০) এর দোকান থেকে বাপ বেটা কে আটক করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক সহ বাপ-বেটা কে আটক করেন।
পরে পুলিশকে নির্দেশনা প্রদান করেন নিয়মিত মামলা দিয়ে নেত্রকোনার জেল হাজতে প্রেরণ করার জন্য । আটককৃতরা হলেন, গৌরাঙ্গ চন্দ্র পালের ছেলে টিংকু পাল( ৫০) ,টিংকু পাল এর ছেলে হৃদয় চন্দ্র পাল (২৫) মদন পৌর সদরের ৬ নং ওয়ার্ডে বাসিন্দা। জানাজা দীর্ঘদিন ধরে মাদকের সাথে সম্পৃক্ত হয়ে মাদক ব্যবসা করে আসছেন দেওয়ান বাজারের ব্যবসায়ী টিংকু পাল। এ নিয়ে বাজারের লোকজন একাধিকবার দরবার শালিস করে তাকে সংশোধন হওয়ার জন্য চেষ্টা করেন, তাকে সঠিক পথে আনার জন্য।
পরে গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ান বাজারে নিজ দোকান থেকে ১১০০ গ্রাম গাঁজা নিয়ে বাপ ছেলেকে আটক করেন। এ বিষয়ে মদন থানা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বলেন,নিয়মিত মাদক আইনে মামলা হয়েছে। বাপ ছেলেকে নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।