ঢাকা ১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গাঁজা সেবনের অভিযোগে পাঁচ তরুণকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর ও মধ্যনগর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গাঁজা সেবনের অভিযোগে পাঁচ তরুণকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে মধ্যনগর উপজেলার উবদাখালী নদীতে অবস্থানরত একটি হাউজবোটে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধ্যনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্তরা হলেন ময়মনসিংহ জেলার নালিতাবাড়ীর তাহসিন আহমেদ (২৫), ময়মনসিংহ শহরের চরপাড়ার ইশাক হোসেন শান্ত (২৩), বাউন্ডারি রোডের আনাফ রাজিন (২৪), আউটার স্টেডিয়াম রোডের নাসির হোসাইন (২৬) এবং সানকিপাড়ার আহমেদ মাহফুজ (২৪)। তাঁরা সবাই ময়মনসিংহের আনন্দমোহন কলেজের স্নাতকের (অনার্স) শিক্ষার্থী।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে আসা একটি হাউসবোটে কয়েক তরুণকে মাদক সেবন করতে দেখে স্থানীয় একজন উপজেলা প্রশাসনকে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাঁজা সেবনের সরঞ্জামসহ পাঁচজনকে আটক করে দণ্ড দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে তাঁদের প্রত্যেককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে মধ্যনগর থানার পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও উজ্জ্বল রায় আজকের পত্রিকাকে বলেন, ‘টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করায় তাঁদের দণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

মাহিন হত্যা মামলায় আরো এক আসামি গ্রেফতার হলো ফটিকছড়িতে

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গাঁজা সেবনের অভিযোগে পাঁচ তরুণকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড

প্রকাশের সময় : ১০:১৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

সুনামগঞ্জের তাহিরপুর ও মধ্যনগর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গাঁজা সেবনের অভিযোগে পাঁচ তরুণকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে মধ্যনগর উপজেলার উবদাখালী নদীতে অবস্থানরত একটি হাউজবোটে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধ্যনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্তরা হলেন ময়মনসিংহ জেলার নালিতাবাড়ীর তাহসিন আহমেদ (২৫), ময়মনসিংহ শহরের চরপাড়ার ইশাক হোসেন শান্ত (২৩), বাউন্ডারি রোডের আনাফ রাজিন (২৪), আউটার স্টেডিয়াম রোডের নাসির হোসাইন (২৬) এবং সানকিপাড়ার আহমেদ মাহফুজ (২৪)। তাঁরা সবাই ময়মনসিংহের আনন্দমোহন কলেজের স্নাতকের (অনার্স) শিক্ষার্থী।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে আসা একটি হাউসবোটে কয়েক তরুণকে মাদক সেবন করতে দেখে স্থানীয় একজন উপজেলা প্রশাসনকে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাঁজা সেবনের সরঞ্জামসহ পাঁচজনকে আটক করে দণ্ড দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে তাঁদের প্রত্যেককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে মধ্যনগর থানার পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও উজ্জ্বল রায় আজকের পত্রিকাকে বলেন, ‘টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করায় তাঁদের দণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।’