ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ

 একদলীয় শাসন, লাগামহীন দুর্নীতি ও জনদুর্ভোগের বিরুদ্ধে সোচ্চার হয়ে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

গতকাল মঙ্গলবার (২৪ জুন ২০২৫) বিকেলে সদর উপজেলার আমতলা ইউনিয়নের দুগিয়া বাজারে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী। এ সময় জেলা বিএনপির সদস্য শফি উল্লাহ শফি, সাবেক সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বাবুল, কৃষক দলের সভাপতি নরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল্লাহ্ বক্তব্য রাখেন।

এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক রহিছ মিয়া, সদস্য সচিব সাফায়েত আহমেদ, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, “আওয়ামী লীগ দেশকে একদলীয় শাসনে পরিণত করেছে। ভোটাধিকার হরণ করে জনগণের কণ্ঠরোধ করেছে। দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের জীবনের নিরাপত্তা নেই, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবন দুঃসহ হয়ে উঠেছে। একদিকে দুর্নীতি-লুটপাটের মহোৎসব, অন্যদিকে সাধারণ মানুষের হাহাকার—এই বাস্তবতা থেকে উত্তরণে দরকার গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন।

তারা আরও বলেন, “সরকার বিরোধী মতকে দমন করতে প্রশাসনকে দলীয় অস্ত্র হিসেবে ব্যবহার করছে। শান্তিপূর্ণ মিছিল-মিটিংয়ে বাধা, গায়েবি মামলা, গ্রেফতার ও নির্যাতন এখন নিত্যদিনের ঘটনা। কিন্তু বিএনপি জনগণের দাবি আদায়ে রাজপথেই থাকবে, যত বাধাই আসুক না কেন।

বিক্ষোভ শেষে একটি বিশাল মিছিল দুগিয়া বাজার প্রদক্ষিণ করে। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

মাহিন হত্যা মামলায় আরো এক আসামি গ্রেফতার হলো ফটিকছড়িতে

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ

প্রকাশের সময় : ০৬:২৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

 একদলীয় শাসন, লাগামহীন দুর্নীতি ও জনদুর্ভোগের বিরুদ্ধে সোচ্চার হয়ে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

গতকাল মঙ্গলবার (২৪ জুন ২০২৫) বিকেলে সদর উপজেলার আমতলা ইউনিয়নের দুগিয়া বাজারে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী। এ সময় জেলা বিএনপির সদস্য শফি উল্লাহ শফি, সাবেক সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বাবুল, কৃষক দলের সভাপতি নরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল্লাহ্ বক্তব্য রাখেন।

এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক রহিছ মিয়া, সদস্য সচিব সাফায়েত আহমেদ, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, “আওয়ামী লীগ দেশকে একদলীয় শাসনে পরিণত করেছে। ভোটাধিকার হরণ করে জনগণের কণ্ঠরোধ করেছে। দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের জীবনের নিরাপত্তা নেই, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবন দুঃসহ হয়ে উঠেছে। একদিকে দুর্নীতি-লুটপাটের মহোৎসব, অন্যদিকে সাধারণ মানুষের হাহাকার—এই বাস্তবতা থেকে উত্তরণে দরকার গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন।

তারা আরও বলেন, “সরকার বিরোধী মতকে দমন করতে প্রশাসনকে দলীয় অস্ত্র হিসেবে ব্যবহার করছে। শান্তিপূর্ণ মিছিল-মিটিংয়ে বাধা, গায়েবি মামলা, গ্রেফতার ও নির্যাতন এখন নিত্যদিনের ঘটনা। কিন্তু বিএনপি জনগণের দাবি আদায়ে রাজপথেই থাকবে, যত বাধাই আসুক না কেন।

বিক্ষোভ শেষে একটি বিশাল মিছিল দুগিয়া বাজার প্রদক্ষিণ করে। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।