
ছবি সংগৃহীত
নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী নাজিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন এক নারী।
নরসিংদীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে সোমবার অভিযোগের পর বিচারক মো. আলী আহসান মাধবদী থানার ওসিকে মামলা নথিভুক্ত করার আদেশ দিয়েছেন বলে আইনজীবী খন্দকার আব্দুল হালিম জানান।
সহকারী নাজির ইকরাম হোসেন (৪২) নরসিংদী পৌর শহরের পূর্ব ভেলানগর এলাকার মৃত ইলিয়াসের ছেলে।
মামলার বরাতে আইনজীবী বলেন, বাদীর বাবা একজন পক্ষাঘাতগ্রস্ত বীর মুক্তিযোদ্ধা। তিনি তার বাবার জন্য একটি হুইল চেয়ারের আবেদন করেন জেলা প্রশাসক কার্যালয়ে। সেখান থেকে মোবাইল নম্বর সংগ্রহ করে সহকারী নাজির ইকরাম হোসেন ওই নারীর সঙ্গে যোগাযোগ করেন। কয়েক দিন আলাপের পর একপর্যায়ে তাকে বিয়ের প্রস্তাব দেন।
গত ৯ মার্চ বিয়ের কথা বলে তাকে মাধবদী বাসস্ট্যান্ড সংলগ্ন গাজী আবাসিক হোটেলে নিয়ে দফায় দফায় ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করেছেন বাদী।
বাদী বলেন, তিনি বিষয়টি নিয়ে থানায় মামলা করতে গেলে তাকে আদালতে মামলার পরামর্শ দেওয়া হয়।
এ বিষয়ে জানতে মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে সহকারী নাজির ইকরাম হোসেনকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।