
ছবি সংগৃহীত
নরসিংদীর রায়পুরায় জাহিদুল ইসলাম জুয়েল (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জুয়েল উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলীয়াকান্দি গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য নুরুল ইসলামের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের চাকরিচ্যুত সদস্য ছিলেন বলে জানা গেছে।
পুলিশের প্রাথমিক ধারণা, গতকাল মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা তাঁকে গুলি ও কুপিয়ে হত্যা করে ঘটনাস্থলে ফেলে যায়। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার, রায়পুরা থানার ওসি ও নরসিংদী পিবিআইর সদস্যরা।
আদিল মাহমুদ আরও বলেন, পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।