বিজ্ঞাপন
২৩ বছর পূর্বে জাতীয় সংসদের ১৬৩ নেত্রকোণা ৩ কেন্দুয়া – আটপাড়ার সাবেক সংসদ সদস্য মো: নুরুল আমিন তালুকদার হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতায় একটি হাসপাতালে ইন্তেকাল করেন । তার মৃত্যু পর তার স্ত্রী খাদিজা আমীন নেত্রকোণা -৩ আসনে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
মরহুম নুরুল আমিনের গ্রামের বাড়ি আটপাড়া উপজেলার দেওশ্রী গ্রামে । গতকাল ২৪ জুন সন্ধ্যায় নেত্রকোণ্ -৩ আসনে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী মেজর সৈয়দ আবুবকর সিদ্দিকপিএসসি (অঃ) দেওশ্রী গ্রামে ২৩ বছর পর তিনি গ্রামবাসীর সাথে মিলিত হন । এসময় মরহুম নুরুল আমিন সাহেবের প্রতিষ্ঠিত মাদ্রাসা কমপ্লেক্স এর মসজিদে মুসুল্লিদের সাথে মাগরিবের নামাজ আদায় করেন , ও মরহুম নুরুল আমীন তালুকদারসহ মুসলিম কবরবাসী সকলের আত্নার মাগফেরাত কামনা করে মহান রাব্বুল আল আমীনের নিকট দোয়া করেন ।
বিজ্ঞাপন
মেজর সিদ্দিককে কাছে পেয়ে গ্রামবাসী আবেগে আপ্লুত হয়েছেন । এ সময় ফুলের মালা দিয়ে বরণ করেন গ্রামবাসী। মেজর সিদ্দিক গ্রামবাসীর সামনে মরহুম আমিনের স্মৃতিচারণ করেছন বারবার । গ্রামবাসী মেজর সিদ্দিককে কাছে পেয়ে অনেক আনন্দিত হয়েছেন গ্রামবাসী ।