স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কেন্দুয়ায় অবস্থান কর্মসূচি ১৪তম গ্রেড, ইন-সার্ভিস ডিপ্লোমা ও টেকনিক্যাল পদমর্যাদা বাস্তবায়নের দাবি।
মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিতকরণে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, কেন্দুয়া উপজেলা শাখা। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি আবুল কাশেম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক।
এসময় বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী শাহাজুল ইসলাম ও আজহারুল ইসলাম। বক্তারা বলেন, সারাদেশে মাঠ পর্যায়ে প্রায় ২৬ হাজারের বেশি স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্যসেবা প্রদানে নিরলসভাবে কাজ করছেন। তারা নিয়মিতভাবে টিকাদান কর্মসূচি (ইপিআই), টিটি ও টিভি টিকা প্রদান, গর্ভবতী মা ও শিশুদের প্রাক ও প্রসব পরবর্তী সেবা দিয়ে আসছেন। অথচ এই গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্যসেবায় নিয়োজিতদের যথাযথ সম্মান ও মর্যাদা এখনো নিশ্চিত হয়নি। স্বাস্থ্য সহকারীদের উত্থাপিত ৬ দফা দাবিগুলো হলো—
১. স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমান শিক্ষাগত যোগ্যতা যুক্ত করে ১৪তম গ্রেড প্রদান।
২. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণপ্রাপ্তদের ১১তম গ্রেড এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদান।
৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রাপ্তি নিশ্চিত করা।
৪. পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিযুক্ত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের স্নাতক স্কেলে আত্তীকরণ।
৫. টাইম স্কেল ও উচ্চতর স্কেল প্রাপ্তির ইতিহাস নতুন বেতন কাঠামোয় যুক্ত করে পুনঃনির্ধারণ করা।
৬. পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) সম্পন্নকারীদের ডিপ্লোমা সমমান হিসেবে গণ্য করা। অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- তারিফুজ্জামান রিপন, রেজাউল হক, তপন চন্দ্র শীল, মতিউর রহমান, মজিবুর রহমান, হোসনে আরা, জান্নাতুল, সামিরা চৌধুরী, সোমা আক্তার, শোভা আক্তার, ফারজানা, সৈয়দা মাহবুবা, রিনা আক্তার, ফাতেমা আক্তার, আছিয়া আক্তার, ফরিদা ইয়াসমিন, মাহবুব আলম, নেভী আক্তার প্রমুখ। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের ন্যায্য ও যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।