
১. কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত
নেত্রকোণার কেন্দুয়ায় সড়ক দু#র্ঘটনায় এক নারী নি#হত হয়েছেন। রবিবার দুপুরে কেন্দুয়া-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কের সিংহেরগাঁও ক্লাব মোড় এলাকায় এই দু#র্ঘটনা হয়।
নিহত রাহেলা বেগম (৫৫) বারহাট্টার সাহতা গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, রাহেলা বেগম তার মেয়েকে সঙ্গে নিয়ে নেত্রকোণা থেকে সিএনজি চালিত অটোরিকশায় কেন্দুয়া যাচ্ছিলেন। পথে সিংহেরগাঁও ক্লাব মোড় এলাকায় পৌঁছালে আরেকটি সিএনজি চালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় সামনের গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয় এবং অটোরিকশাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে রাহেলা বেগম গুরুতর আহত হন। এ সময় একই গাড়িতে থাকা এক ব্যাংক কর্মকর্তাও আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহেলাকে মৃত ঘোষণা করেন। আহত ব্যাংক কর্মকর্তা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
২. সুইজারল্যান্ড দুতাবাসের ডেপুটি হেড আসছেন নেত্রকোণায়
আগামীকাল নেত্রকোণায় আসছেন সুইজারল্যান্ড দুতাবাসের ডেপুটি হেড করিন আলেকজেন্দ্রা।
তিনি দুর্গাপুর উপজেলা যুব ফোরামের আমন্ত্রণে একটি যোগ দেয়ার কথা রযেছে।
যুব ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার বিকেল ৩ টার দিকে উপজেলার রাশিমনি স্মৃতি সৌধ চত্বরে আয়োজিত “শান্তি সম্প্রীতি” অনুষ্ঠানে অংশ নেবেন।
৩. কেন্দুয়ায় হাওর থেকে তিন গরু উধাও
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া পৌরশহরের টেঙ্গুরী ছয়আনী এলাকায় হাওর থেকে তিনটি গরু উ#ধাও হয়ে গেছে।
রবিবার সকাল সোয়া ৭ টার দিকে এই ঘটনা হয়।
গরুর মালিক একই এলাকার তারা মিয়া।
তিনি জানান, উধাও হয়ে যাওয়া গরু তিনটির মধ্যে ষাঁড় বাছুর সহ একটি গাভী ও একটি বকনা বাছুর।
গরু মালিকের ভাষ্য, কয়েকমাস আগে লালন-পালনের জন্য লাল রঙের একটি ষাঁড় বাছুর, সাদা-কালো রঙের একটি গাভী এবং লাল রঙের একটি বকনা বাছুর দেড় লাখ টাকা দিয়ে কিনেন। প্রতিদিনের মতো আজ সকালে গরুগুলো বাড়ির সামনের হাওরে ঘাস খাওয়ার জন্য ছেড়ে আসেন। কিছুক্ষণ পরে বাড়ির সামনে গিয়ে দেখেন তিনটি গরুর মধ্যে একটি গরুও নেই।
৪. আব্দুল মজিদ তালুকদারের মৃত্যুবার্ষিকী
মরমী বাউল শিল্পী, গীতিকবি ও সুরকার আব্দুল মজিদ তালুকদারের মৃ#ত্যুবার্ষিকী ২৯ জুন।
দিবসটি পালনে নেত্রকোণা সাধারণ গ্রন্থাগারে প্রস্তুতিমূলক সভা হয়েছে।
রোববার রাত ৮ টার দিকে শুরু সভায় নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি ও নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমের সভাপতিত্ব করেন। নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, লেখক ননী গোপাল সরকার, প্রাবন্ধিক গোলাম মোস্তফা, কবি এনামুল হক পলাশ, আব্দুল মজিদ তালুকদারের ছেলে বাংলা একাডেমীর সংগ্রহাক, আবুল বাশার তালুকদার, কবি মাহমুদ সীমান্ত, সাংবাদিক শহীদুল ইসলাম শফিক, সাংবাদিক ফয়সাল চৌধুরী প্রমুখ।
৫. শিক্ষা সহায়তা জেলা প্রশাসনের
অর্থনৈতিক সীমাবদ্ধতা জয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তির জন্য নির্বাচিত নেত্রকোণার চারজন শিক্ষার্থীকে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা শিক্ষা সহায়তা দেয়া হয়েছে।
রোববার (২২ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের হাতে এই অর্থ তোলে দেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
এই চারজন মেধাবী শিক্ষার্থীরা হলেন, ইংরেজি বিভাগে মো. সাজ্জাদ আলী, অর্থনীতি বিভাগে মানব তালুকদার, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে রেশমা আক্তার এবং বাংলা বিভাগে বন্যা রানী সরকার।
এই চারজন মেধাবী শিক্ষার্থী তাদের প্রত্যেকেই আর্থিক সংকটে ভর্তি অনিশ্চিত হয়ে পড়ার খবর পেয়ে পাশে দাঁড়ায় জেলা প্রশাসন।এ অবস্থায় জেলা প্রশাসক জেলা পরিষদের মাধ্যমে প্রত্যেককে ২০,০০০ টাকা করে শিক্ষা সহায়তা প্রদানের উদ্যেগ নেন।
জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানান, “চারজন শিক্ষার্থী ভর্তি সহায়তার জন্য আবেদন করেছিলেন। পরবর্তীতে সংশ্লিষ্ট কলেজের মাধ্যমে যাচাই করে দেখা যায়, তারা আর্থিকভাবে অস্বচ্ছল। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।”
৬ সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা আহত
নেত্রকোণায় কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন উদ্দিন ভূঁইয়ার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
আজ রোববার (২২ জুন) বিকেলে সান্দিকোনা ফেরী-রেন্টিতলা সড়কের পাশে সান্দিকোনায় এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, রোকন উদ্দিন ভূঁইয়া বিকেলে নিজ বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে একদল হা#মলাকারীরা তার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে তিনি গু#রুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
হামলার খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সান্দিকোনা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে নেমে প্র৳তিবা#দ মি#ছিল করেন। তারা এ ঘটনার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের দায়ী করে বক্তব্য দেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বি৳চার দাবি করেন।
বিএনপি নেতারা অভিযোগ করেন, আওয়ামীলীগের দলীয় লোকজন পরিকল্পিতভাবে তার ওপর হা#মলা চালিয়ে এলাকায় আ#তঙ্ক সৃষ্টি করতে চায়।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা এলাকায় পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।