
ঝিনাইদহের কালীগঞ্জ বারবাজারে চাদাঁবাজী, সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। রোববার বিকালে বারবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বারবাজার বাসষ্ট্যান্ডে এক প্রতিবাদ সমাবেশ করে।
বিজ্ঞাপন
প্রতিবাদ সভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহব্বায়ক বারবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা ছাত্র দলের সহ-সাংগাঠনিক সম্পাদক সামিউল সামি, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক রাকিব হোসেন ও বারবাজার ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবু বাক্কার প্রমুখ।
বিজ্ঞাপন
এ সময় বক্তারা বলেন, বারবাজারে বার আওলিয়ার পবিত্র ভূমিতে সাম্প্রতিক সময়ে অপহরন, চাদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড বেড়ে গেছে। সাধারন মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়ছে। সেই সাথেই মাদকের ব্যবসা ও মাদকসেবীদের তৎপরতাও বেড়ে গেছে। বক্তারা আরো বলেন, ৫ই আগষ্টের পর ফ্যাসিবাদি আওয়ামীলীগের এক মাদক গড ফাদারের বিদায় হয়েছে।
বিজ্ঞাপন
কিন্তু বর্তমান সময়ে দলের নাম ভাঙ্গিয়ে কিছু সন্ত্রাসী অপহরন ও চাদাবাজী ঘটনায় জড়িয়ে পড়েছে। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনে পুলিশ প্রশাসনের প্রতি আহব্বান জানান।