
মৌলভীবাজার বড়লেখা সীমান্ত দিয়ে আরও ১১জনকে পুশইন করল বিএসএফ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সীমান্ত লাতু দিয়ে আবারও বিএএসএফ ১১জন নারী/শিশু ও পুরষকে পুশইন করেছে। স্থানীয়রা ও বিজিবি জানিয়েছে, আজ শনিবার ভোরে বড়লেখা সীমান্তের লাতু দিয়ে এদের পুশইন করে।
ভারতীয় বিএসএফ ভারতের বিভিন্ন স্থান থেকে আটক করে একসাথে জড়ো করে। পরবর্তীতে বড়লেখা লাতু সীমান্ত দিয়ে এদের ঢুকিয়ে দেয়। বিজিবি- ৫২ ব্যাটালিয়ান এর হেফাজতে নিয়ে তাদের তথ্য উপাত্ত সংগ্রহে জিজ্ঞাসাবাদ করছে। এদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের বিভিন্ন স্থানে।