ঢাকা ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ধান ব্যবসায়ীর ৬ লাখ ২ হাজার টাকা ছিনতাই, সালিশে ফেরত মিলেছে আংশিক অর্থ

 নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার দলপা গ্রামের ধান ব্যবসায়ী ও দলপা ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ সিদ্দিকীর ৬ লাখ ২ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে মদনপুর ইউনিয়নের তিনজন যুব ও অঙ্গসংগঠনের নেতার বিরুদ্ধে।

ভুক্তভোগী আব্দুল্লাহ সিদ্দিকী জানান, গত শনিবার ১৪/০৬/২০২৫ ইং ভোর ৫টা ১০ মিনিটে তিনি নেত্রকোণা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের মনাং বোর্ড বাজার এলাকায় প্রাক্তন ইউপি সদস্য আহমেদ মিয়ার কাছ থেকে তার ব্যবসায়িক পাওনা ৬ লাখ ২ হাজার টাকা গ্রহণ করতে যান। ওই সময় বিল্লাল মিয়ার চায়ের দোকান সংলগ্ন স্থানে মদনপুর ইউনিয়ন যুবদলের সেক্রেটারি রিপন (২২), ইউনিয়ন কৃষক দলের নেতা হাদিস মিয়া (২৩) ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নয়ন (২২) তার গতিরোধ করে ও জোরপূর্বক টাকাগুলো ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মদনপুর ইউনিয়ন পরিষদ ভবনে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে অভিযুক্তদের পক্ষ থেকে ৪ লাখ টাকা ফেরত দেওয়া হলেও বাকি ২ লাখ টাকা এখনও আদায় হয়নি। এ বিষয়ে আব্দুল্লাহ সিদ্দিকী জানান, তিনি অবশিষ্ট অর্থ ফেরতের জন্য আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

উল্লেখ্য, ঘটনার সঙ্গে অভিযুক্তদের রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকায় বিষয়টি স্থানীয়ভাবে সংবেদনশীল হয়ে উঠেছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে কেন্দুয়া থানা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

মাহিন হত্যা মামলায় আরো এক আসামি গ্রেফতার হলো ফটিকছড়িতে

কেন্দুয়ায় ধান ব্যবসায়ীর ৬ লাখ ২ হাজার টাকা ছিনতাই, সালিশে ফেরত মিলেছে আংশিক অর্থ

প্রকাশের সময় : ১১:৫৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

 নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার দলপা গ্রামের ধান ব্যবসায়ী ও দলপা ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ সিদ্দিকীর ৬ লাখ ২ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে মদনপুর ইউনিয়নের তিনজন যুব ও অঙ্গসংগঠনের নেতার বিরুদ্ধে।

ভুক্তভোগী আব্দুল্লাহ সিদ্দিকী জানান, গত শনিবার ১৪/০৬/২০২৫ ইং ভোর ৫টা ১০ মিনিটে তিনি নেত্রকোণা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের মনাং বোর্ড বাজার এলাকায় প্রাক্তন ইউপি সদস্য আহমেদ মিয়ার কাছ থেকে তার ব্যবসায়িক পাওনা ৬ লাখ ২ হাজার টাকা গ্রহণ করতে যান। ওই সময় বিল্লাল মিয়ার চায়ের দোকান সংলগ্ন স্থানে মদনপুর ইউনিয়ন যুবদলের সেক্রেটারি রিপন (২২), ইউনিয়ন কৃষক দলের নেতা হাদিস মিয়া (২৩) ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নয়ন (২২) তার গতিরোধ করে ও জোরপূর্বক টাকাগুলো ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মদনপুর ইউনিয়ন পরিষদ ভবনে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে অভিযুক্তদের পক্ষ থেকে ৪ লাখ টাকা ফেরত দেওয়া হলেও বাকি ২ লাখ টাকা এখনও আদায় হয়নি। এ বিষয়ে আব্দুল্লাহ সিদ্দিকী জানান, তিনি অবশিষ্ট অর্থ ফেরতের জন্য আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

উল্লেখ্য, ঘটনার সঙ্গে অভিযুক্তদের রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকায় বিষয়টি স্থানীয়ভাবে সংবেদনশীল হয়ে উঠেছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে কেন্দুয়া থানা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।