
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার(১৯জুন)বিকালে উপজেলার হিজলতী এলাকায় তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সাধারণ সম্পাদকের সহধর্মিনী লিপি আক্তার।
সংবাদ সম্মেলনে তিনি জানান,বিগত ফ্যাসিস্ট সরকারের সময় তিনি দলীয় যে সিদ্ধান্ত দিয়েছেন তা পালন করতে গিয়ে তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। জেল থাকতে হয়েছে। এখন দলের এ সু-সময়ে তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা ও তাকে দল থেকে বহিস্কার আদেশ দিয়েছেন তা প্রত্যাহার করে অবিলম্বে দলে ফিরিয়ে নেওয়ার আহবান জানান তিনি। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকে। পরে পাচঁটার দিকে ফেস্টুনি নিয়ে হাজার হাজার জনতা ও নেতাকর্মীরা পারভেজ আহম্মেদের মিথ্যা মামলা ও দল থেকে বহিস্কার আদেশ প্রত্যারের দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার হিজলতলী এলাকা থেকে শুরু করে কালিয়াকৈর মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে মডেল মসজিদের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করেন।
দ্রুত মিথ্যা মামলা ও বহিস্কার আদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে না নিলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তব্যরা। উল্লেখ্য,গত শনিবার (১৪জুন) উপজেলা ও পৌর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা হয়। ঘোষনার পর পরিই বিএনপির এক অংশের নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। ওই ঘটনায় রোববার (১৫জুন) সকালে থেকেই বঞ্চিত নেতাকমীর্রা বিক্ষোভ মিছিল বের করে। পরে সদ্য কমিটির পদ পাওয়া নেতাকর্মীরা বিজয় মিছিল বের করে।
এসময় বিএনপির দু‘গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দু‘পক্ষকে শান্ত থাকার জন্য অনুরোধ করে। এতে আরও ব্যাপক সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি শান্ত করতে পুলিশ টিয়ারশেল ও কেদানি গ্যাস নিক্ষেপ করলে পরিস্থিতি শান্ত হয়। ওই দিন রাতেই উপজেলা বিএনপির সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক পারভেজ আহমেদকে গাজীপর জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ গ্রেফতার করে।