ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বর্ষা বরণ

 নড়াইলে বৃক্ষের চারা বিতরণ এবং নৃত্য, গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বর্ষাঋতুকে বরণ করা হলো। পহেলা আষাড় (১৫ জুন) বিকেলে নড়াইল জেলা শিল্পকলা অডিটোরিয়ামে বিকেলে বর্ষা ঋতুকে আহবান ও বরণ করতে এ নান্দনিক অনুষ্ঠানের আয়োজন করে নড়াইলের সাংস্কৃতিক সংগঠন ছন্দায়ন।

ছন্দায়নের সভাপতি বিপুল দেব এব সভাপতিত্বে নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ওষধি গাছের বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানকে বরণ করেন । পরে অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক ওশান পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, নড়াইলের সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ.ন.ম নজমুল হক, মাহবুবুর রহমান লিটু, অধ্যাপক মলয় নন্দী, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাভলু, নড়াইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলাম, চ্যানেল ২৪-এর নড়াইল প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিন, মূর্ছনা সংগীত নিকেতনের অধ্যক্ষ গোলক বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার প্রমুখ। বক্তারা বলেন, শিল্পায়ন ও নগরায়ন এবং সৌন্দর্যের নামে বৃক্ষ নিধন করা হচ্ছে।

প্রকৃতি বিনষ্ট হওয়ার কারণে ঝতুর পরিবর্তন হচ্ছে। যখনকার বর্ষা তখন আসছে না। ফলে কখননো বন্যা, অতিবৃষ্টি-অনাবৃষ্টি এবং প্রন্ড তাপদাহের সৃষ্টি হচ্ছে। বর্ষা ঋতু তার সৌন্দর্য হারাচ্ছে। যে প্রকৃতি আগে ছিল সেই প্রকৃতি এখন আর নেই। সেই প্রকৃতিকে ফিরিয়ে আনাটা অত্যন্ত জরুরি। সবাই সচেতন হলে প্রকৃতি আরো সুন্দর হবে। সে জন্য ষড়ঋতুর প্রাণ প্রকৃতি আবারও স্বাভাবিক করতে বেশি করে বৃক্ষ রোপনের আহবান জানাতে হবে। পৃথিবীকে সবুজ করার লক্ষ্যে এবং প্রকৃতি রক্ষার ব্রত নিয়ে আমাদের প্রতি বছর এই বর্ষা বরণ করা উচিত বলে মন্তব্য করেন। #

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

মাহিন হত্যা মামলায় আরো এক আসামি গ্রেফতার হলো ফটিকছড়িতে

নড়াইলে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বর্ষা বরণ

প্রকাশের সময় : ০৮:৫৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

 নড়াইলে বৃক্ষের চারা বিতরণ এবং নৃত্য, গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বর্ষাঋতুকে বরণ করা হলো। পহেলা আষাড় (১৫ জুন) বিকেলে নড়াইল জেলা শিল্পকলা অডিটোরিয়ামে বিকেলে বর্ষা ঋতুকে আহবান ও বরণ করতে এ নান্দনিক অনুষ্ঠানের আয়োজন করে নড়াইলের সাংস্কৃতিক সংগঠন ছন্দায়ন।

ছন্দায়নের সভাপতি বিপুল দেব এব সভাপতিত্বে নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ওষধি গাছের বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানকে বরণ করেন । পরে অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক ওশান পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, নড়াইলের সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ.ন.ম নজমুল হক, মাহবুবুর রহমান লিটু, অধ্যাপক মলয় নন্দী, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাভলু, নড়াইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলাম, চ্যানেল ২৪-এর নড়াইল প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিন, মূর্ছনা সংগীত নিকেতনের অধ্যক্ষ গোলক বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার প্রমুখ। বক্তারা বলেন, শিল্পায়ন ও নগরায়ন এবং সৌন্দর্যের নামে বৃক্ষ নিধন করা হচ্ছে।

প্রকৃতি বিনষ্ট হওয়ার কারণে ঝতুর পরিবর্তন হচ্ছে। যখনকার বর্ষা তখন আসছে না। ফলে কখননো বন্যা, অতিবৃষ্টি-অনাবৃষ্টি এবং প্রন্ড তাপদাহের সৃষ্টি হচ্ছে। বর্ষা ঋতু তার সৌন্দর্য হারাচ্ছে। যে প্রকৃতি আগে ছিল সেই প্রকৃতি এখন আর নেই। সেই প্রকৃতিকে ফিরিয়ে আনাটা অত্যন্ত জরুরি। সবাই সচেতন হলে প্রকৃতি আরো সুন্দর হবে। সে জন্য ষড়ঋতুর প্রাণ প্রকৃতি আবারও স্বাভাবিক করতে বেশি করে বৃক্ষ রোপনের আহবান জানাতে হবে। পৃথিবীকে সবুজ করার লক্ষ্যে এবং প্রকৃতি রক্ষার ব্রত নিয়ে আমাদের প্রতি বছর এই বর্ষা বরণ করা উচিত বলে মন্তব্য করেন। #