
ফাইল ছবি
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় গজারিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ২ কিশোরীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার জয়নগর ইউনিয়নে দুর্ঘটনাকবলিত রহমানেরহাট সংলগ্ন গজারিয়া নদীতে মরদেহ দুটি ভেসে ওঠে।
নিহতরা হলো- মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জেলে রফিকুল ইসলাম সরদারের মেয়ে রাইসা (১২) এবং ঢাকার গেন্ডারিয়া এলাকার রিকশাচালক জসিম বেপারীর মেয়ে জান্নাত (১৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে রাইসা ও জান্নাত দুই মামাতো-ফুফাতো বোন বাড়ির পাশের গজারিয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়। খবর পেয়ে বুধবার বিকেলে হিজলা উপজেলার ফায়ার স্টেশনের কর্মী এবং বরিশালের ডুবুরি দলের দুটি ইউনিট নিখোঁজ দুজনকে উদ্ধারে কাজ শুরু করে। বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হলেও কারও সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে ওই ২ কিশোরীর মরদেহ ভেসে ওঠে।
কালীগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ মো. এনামুল হক জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ওই দুই কিশোরীর পরিবারের কোনো অভিযোগ নেই। পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, দুই কিশোরী সাঁতার না জানার কারণেই দুর্ঘটনার শিকার হয়েছে।