
ফরিদপুরের বোয়ালমারীতে পর্নোগ্রাফির ভয় দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চক্রটির মূলহোতা বদিউল আলম তুহিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১২ জুন বৃহস্পতিবার রাতে কুমিল্লা সদর থানার হাউজিং এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বোয়ালমারী থানা পুলিশ।গ্রেপ্তার বদিউল আলম তুহিন কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল গ্রামের শাহ আলমের ছেলে।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই প্রবাসীর স্ত্রীর মোবাইল থেকে পারিবারিকভাবে পরিচিত তানিয়া খানম নামে এক নারী ব্যক্তিগত ভিডিও সংগ্রহ করে। পরবর্তীতে সেই ভিডিও এডিট করে অশ্লীল ভিডিও তৈরির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চক্রটি ভুক্তভোগীর কাছ থেকে বিভিন্ন সময়ে ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট ১১ লাখ ৭০ হাজার টাকা আদায় করে।
বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম দেওয়ান বলেন, দীর্ঘ ৬ মাস ধরে প্রযুক্তির সহায়তায় নজরদারি চালিয়ে অবশেষে মূলহোতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এর আগেই মামলার অন্য আসামিদের মধ্যে কাকলী বেগম, তানিয়া খানম ও মুজাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, মামলার অন্যতম প্রধান আসামিকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।