
ক্ষমতার দাপটে অবৈধ বিদ্যু লাইন নিয়ে গরুর খামার করে আসছে ওই এলাকার প্রভাবশালী আলাল সিকদার। সেই অবৈধ সংযোগ দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে বিদ্যুৎ অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী অভিযোগ এলাকাবাসীর।
এমনই ঘটনা ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের গোয়ালচালা এলাকায়। শুক্রবার(১৩জুন) দুপুরে উপজেলার ইউনিয়নের গোয়ালচালা এলাকায় অবৈধ বিদ্যুতের লাইনের তারে স্পর্শ হয়ে একটি বকন গাভীর মৃত্যু হয় । এসময় গাভীর মালিক আমিনুল ইসলাম গুরুতর আহত হয়।
পরিবার ও এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের গোয়ালচালা এলাকায় দীর্ঘদিন ধরে আলাল শিকদার নামে এক গরু খামারি অবৈধভাবে বিদ্যুতের তার দিয়ে মোটর চালাতেন । ওই অবৈধ তারে বিভিন্ন জায়গায় লিকেজ ছিল অভিযোগ এলাকাবাসীর। এনিয়ে এলাকাবাসী একাধিকবার তাকে জানালেও তিনি কোন কর্ণপাত করেননি।
শুক্রবার দুপুরে আমিনুর ইসলাম মাঠ থেকে গরু আনার সময় লিকেজ ওই তারের সাথে স্পর্শ হয়ে গরুটি আহত হয় এক পর্যায়ে ওই গরুটিকে উদ্ধার করার জন্য মালিক এগিয়ে যায় ।এসময় গুরুতর আহত হয় তিনি ।পরে তার ডাক চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে ততক্ষণে গরুটি মারা যায় ও গরুর মালিক আমিনুল ইসলাম গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জানা গেছে দুই লক্ষ টাকা ঋণ করে একটি গাভী ক্রয় করেছিলেন কৃষক আমিনুল ।
এই বিষয়ে ওই খামারী আলাল শিকদারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ বিদ্যুতের তারের বিষয়ে তাকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু তিনি কোন গুরুত্ব দেননি।