
তুমি দেখো না বাহ্য, চাও অন্তর জানে, আমার ভাঙা কলবে যেন জমে ঈমানের ধ্বনি।
তুমি শেখাও কীভাবে কাঁদতে হয় নামাজে, কীভাবে সেজদায় রাখি মাটি ছোঁয়া এই ললাটখানি।
এই দুনিয়া ক্ষণিক, জানি আমি নিকটে ফেরা, তবু নাফরমানি করে ফিরি ভুলের ডানায়।
তুমি চিরধৈর্যশীল, চিরমমতাময়, তুমি ছাড়া কে রাখে হৃদয় এমন দয়ার আশ্রয়? প্রভু!
আমার মা-বাবার পা রেখো জান্নাতের বাগানে, আমার জাতিকে দাও হিদায়াতের সোজা দিশা।
যাদের হৃদয় জেগে উঠে তোমার স্মরণে, তাদের গুনাহ করো ক্ষমা, তোমার দয়া তো অসীম, বিস্তৃত সমুদ্র-সীমানা।”