
নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা বলেছেন,দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে আমরা একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তুলেছি।
কিন্তু এ দেশকে সঠিক পথে এগিয়ে নিতে হলে এখন প্রয়োজন একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।” সোমবার (৯ জুন) কেন্দুয়ায় এক পারিবারিক সফরকালে নেত্রকোনার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবে ঈদ আড্ডায় মিলিত হয়ে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, “যারা জনগণের ভোটে জয়লাভ করবে, তারাই দেশ পরিচালনার দায়িত্ব নেবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। চলমান রাজনৈতিক সংস্কার দ্রুত শেষ করে ডিসেম্বরের মধ্যেই একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকার জনগণের মনোভাব বুঝে যথাযথ সিদ্ধান্ত নেবে—এটাই আমাদের প্রত্যাশা।” এসময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চান। নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় বিএনপি নেতা ডক্টর রফিকুল ইসলাম হিলালী বক্তব্যে বলেন,অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিতে হবে, যাতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে। কিন্তু সরকারের নানা কর্মকাণ্ডে ইতোমধ্যে ষড়যন্ত্রের ইঙ্গিত স্পষ্ট।
সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সরকারে প্রতি দাবি জানান তিনি।” এসময় কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান,সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, দেশটিভির নিউজ এডিটর মশিউর রহমান খান বাবু , কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, সাংবাদিক রাখাল বিশ্বাস, শেখ কামাল,মজিবুর রহমান, কিশোর কুমার শর্মা, মাইনউদ্দিন সরকার রয়েলসহ প্রেসক্লাব ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।