
ইভটিজিং এর ঘটনাকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়ায় দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে।
কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের দনাচাপুর গ্রামে মঙলবার বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় দনচাপুর গ্রামের সাইদুর রহমানের বাড়ীর সামনে দিয়ে পরিবারের মেয়েরা পুকুর থেকে গোসল করে যাওয়ার সময় কিছু যুবক অশ্লীল গান গাওয়া শুরু করে। এসময় পরিবারের অভিভাবকরা এখানে গান গাইতে নিষেধ করলে যুবকরা উত্তেজিত হয়ে তাদের উপর হামলা চালায়।
পরে হামলাকারীদের অভিভাবক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সাইদুর রহমানের বাড়ি সহ আশেপাশের কয়েকটি বাড়ীতে হামলা চালায়। এসময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমান (৪৫)কে মৃত ঘোষণা করেন এবং অন্যদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় । এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে ।