
মানিকগঞ্জের সিঙ্গাইরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সুবর্ণা আক্তার (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় সুবর্ণার স্বামী মো. আরিফ আহত হন। তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
৯ জুন সোমবার সকাল ১০টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুবর্ণা ওই গ্রামের আরিফ হোসেনের স্ত্রী। তার পৈতৃক বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়।
স্থানীয়রা জানান, সুবর্ণার শ্বশুর মো. হাসান দীর্ঘদিন ধরে বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে বেলুন ফুলিয়ে বিভিন্ন হাটবাজারে বিক্রি করতেন।
স্থানীয় বাসিন্দা কহিনুর জানান, হাসান মিয়ার বাড়িতে সকাল ৯টার দিকে বেলুন ফুলানোর জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে গ্যাস তৈরি করছিল আরিফ। এ সময় অতিরিক্ত গরমে বিস্ফোরিত হয় সিলিন্ডারটি। এতে সুবর্ণা, আরিফ ও প্রতিবেশী জোস্না আক্তার (৩৩) আক্তার আহত হন। বিস্ফোরণে সুবর্ণার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তৃব্যরত চিকিৎসক সুবর্ণাকে মৃত ঘোষণা করেন। আর আরিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠায়। আর জোস্না আক্তার বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পুরোনো ও ঝুঁকিপূর্ণ সিলিন্ডার ব্যবহারের কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।