
ঈদের আনন্দের দিনই নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিপাড়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন শনিবার বিকেলে কান্দিপাড়া গ্রামের যুবকদের একটি দল পতিত জমিতে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে একই গ্রামের অপর একটি পক্ষ সেখানে এসে খেলায় অংশ নেওয়ার দাবি জানায়।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে রয়েছেন কালাম (৪০),রহমতউল্লাহ (৫০),লাইলী,আক্তার (৩০),সৈয়দ মিয়া (৭০),আজহারুল (১৯) তাদেরকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
পরে অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া সংঘর্ষে আরও আহত হয়েছেন মাসুদ মিয়া, কমলা আক্তার, মাস্তু মিয়া, লাল মিয়া, সাকিব, জসিম, স্বপন, মাহতাব, আরিফ, হিরণ, দুলাল ও ফরহাদ। তারা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় আধা ঘণ্টা পর সংঘর্ষ থামে। তবে এ ঘটনায় গ্রামে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল এমন ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, খেলাধুলা মৈত্রী ও আনন্দের উৎসব হলেও দলাদলির কারণে তা এখন সংঘর্ষে রূপ নিচ্ছে, যা সামাজিক শান্তির জন্য হুমকি। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।