
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে একটি হাঁস খামারে বিষ প্রয়োগ করে প্রায় ২৫০টি হাঁস নিধনের অভিযোগ উঠেছে।
এতে প্রায় সোয়া লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি খামারির। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার (৭ জুন) সন্ধ্যায় কান্দিউড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা হাঁস খামারি মোঃ সিরাজ (৬০) বাদী হয়ে কেন্দুয়া থানায় ৭ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত ১ জুন বাদী সিরাজের নাতির সঙ্গে অভিযুক্তদের এক শিশুর ঝগড়ার ঘটনা ঘটে। এ ঘটনার জেরে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।
পূর্ব শত্রুতার জেরে এবং ক্ষতির উদ্দেশ্যে অভিযুক্তরা ঈদুল আজহার দিন শনিবার (৭ জুন) দুপুর ১টার দিকে ধানের সঙ্গে বিষ মিশিয়ে খামারে ছড়িয়ে দেয়। ফলে খামারে থাকা ২৫০টি হাঁস বিষক্রিয়ায় মারা যায়। অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগের সময় পাটক্ষেতের ভেতর দিয়ে পালিয়ে গেলে খামারি সিরাজ ও তার ছেলে বিষয়টি প্রত্যক্ষ করেন। খামারির দাবি, এই ঘটনায় তার প্রায় ১,২৫,০০০ টাকার ক্ষতি হয়েছে। হাঁস খামারটি তার বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে, তেতুলিয়া কবরস্থানের পাশে অবস্থিত।
ভুক্তভোগী মোঃ সিরাজ মিয়া বলেন, “আমি গত ৩০-৩৫ বছর ধরে হাঁস পালনের সঙ্গে যুক্ত এবং এই খামারই আমার পরিবারের প্রধান জীবিকার উৎস। আমার স্বপ্নের খামারটি নষ্ট করে দেওয়া হয়েছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” এ বিষয়ে কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ুম জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” ঘটনার পর স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এলাকায় এ বিষয়ে উত্তেজনা বিরাজ করছে।