
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যাান তারেক রহমানের পক্ষ থেকে খুলনার তেরখাদা উপজেলায় মসজিদের ইমামদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ৫ জুন তেরখাদার প্রবাসী বিএনপি নেতা, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের নেতাকর্মী এ উপহার বিতরণ করেন।
কয়েকদিনের ঈদ উপহার বিতরণের মধ্যে বৃহস্পতিবার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের সব মসজিদের ইমাম মুয়াজ্জিনকে পাঞ্জাবি উপহার দেওয়া হয়। তেরখাদা উপজেলার মধুপুর এবং দিঘলিয়া উপজেলার গাজীরহাটের ভ্যানচালকদের জন্য পাঞ্জাবি ও তাদের স্ত্রীদের জন্য শাড়ি উপহার দেওয়া হয়। এছাড়া রুপসা থানার টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামে মহিলাদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
উপহারসামগ্রী বিতরণকালে উপজেলার বিএনপি নেতা কেএম মোস্তাক আহমেদ, মো. রবিউল ইসলাম লাখু, মো. লালিম শেখ, মো. গোলজার আলম, মো. জুয়েল সিকদার, মো. মামুন সিকদার, মো. আমিনুল ইসলাম মান্নু ও মাওলানা বায়েজিদ আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।