
ছবি সংগৃহিত
রংপুর বিভাগে গত সাত বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফলের রেকর্ড করেছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এবার পাশের হার ৫৮ দশমিক ৪৯ শতাংশ, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে কম।
দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পাশের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্র পাশের হার ৫২ দশমিক ৬৫শতাংশ এবং ছাত্রী পাশের হার ৬১ দশমিক ৯২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ২৬০ জন। এর মধ্যে ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৪৮১ জন এবং ছাত্র জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৭৪জন। এই বোর্ডে এবার ৬০ হাজার ৫৮২ শিক্ষার্থী পরীক্ষায় পাশ করেছেন।
মোট পরীক্ষাথীর সংখ্যা ছিল ১ লাখ ৮ হাজার ৬৭৯জন। এর মধ্যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এক লাখ ৫ হাজার ৮৯১ জন। বিভাগের ৮ জেলায় ৬৬৬ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ২১৩টি কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন। এবারে পরীক্ষায় বহিস্কৃত হয়েছে ২৭ জন শিক্ষার্থী। শতভাগ পাশ করেছে ২১টি কলেজ। তবে শূন্য পাশের হার ৪৩টি কলেজে।
জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে রংপুর জেলা এবারও শীর্ষে রয়েছে। জেলায় মোট ২ হাজার ৬২৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে দিনাজপুর জেলা, যেখানে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৩১ জন।
জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে তৃতীয় স্থানে আছে নীলফামারী (৯৮১ জন), এরপর রয়েছে গাইবান্ধা (৫৭১ জন), কুড়িগ্রাম (৩৩৫ জন), ঠাকুরগাঁও (৩০৭ জন), লালমনিরহাট (১৯৬ জন) এবং সর্বনিম্ন অবস্থানে রয়েছে পঞ্চগড় জেলা— যেখানে জিপিএ-৫ পেয়েছে মাত্র ১১৩ জন শিক্ষার্থী।
এদিকে রংপুরের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারও ভাল ফলাফল অর্জন করেছে। এ সব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বেশিরভাগের পাসের হার শতকরা ৯০ ভাগের ওপরে। এইচএসসি পরীক্ষার ফলাফলে ভাল করেছে। রংপুর ক্যাডেট কলেজ থেকে ৪৬ জন পরীক্ষা অংশ নিয়ে সবাই জিপিএ ৫ পেয়েছে।
রংপুর সরকারী কলেজে ১ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ২৫৬জন। জিপিএ-৫ পেয়েছে ৬৪৯ জন। কারমাইকেল কলেজে ৯৫০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭৯৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২৪১ জন।
রংপুর সিটি কলেজে ৬৯৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫৬৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৯৬ জন। রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮৮৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮৮৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৫৬ জন। দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজে ১৫০জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৪৯ জন।
জিপিএ -৫ পেয়েছে ৮৮ জন। লাইন্স স্কুল এন্ড কলেজে ৭৯৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭৮১ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৮২ জন। শিক্ষকদের আন্তরিকভাবে পাঠদান ও দিক-নির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতায় ভাল ফলাফলের কারণ হিসেবে উল্লেখ করেছেন শিক্ষার্থীরা।