
রাষ্ট্রীয় হেফাজতে বিএনপি নেতা ও শ্রমিক নেতা বি.এম. বাকির হোসেনের রহস্যজনক মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ জুন ২০২৫) বিকেল ৫টায় সাবেক শ্রমিক নেতা মরহুম বি.এম বাকির হোসেনের গ্রামের বাড়ি নড়াইলের দক্ষিণ যোগানিয়া তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন তার ছোট ভাই অধ্যাপক বি.এম. নাগিব হোসেন। সংবাদ সম্মেলনে বি.এম. বাকির হোসেন স্মৃতি সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক বি.এম. নাগিব হোসেন বলেন, “২০১০ সালের জানুয়ারিতে আমার বড় ভাই শ্রমিক দলের যুগ্ম সম্পাদক বি.এম. বাকির হোসেনকে সরকার অন্যায়ভাবে গ্রেপ্তার কিরে। এরপর রাষ্ট্রীয় হেফাজতে তাকে হত্যা করা হয়।
এটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না—এটা ছিল একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। ১৫ বছরেও এ ঘটনায় কোনো বিচার হয়নি। এমন একজন নেতাকে দিনের আলোয় তুলে নিয়ে মেরে ফেলা হয়েছে, অথচ আজও রাষ্ট্র নীরব। এই হত্যাকাণ্ডের পেছনে যারা ছিলেন—তাদের চিহ্নিত করে দ্রুত বিচার বিভাগীয় তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।” সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বি.এম. বাকির হোসেনের পরিবারবর্গ, ফাউন্ডেশনের সহ- সভাপতি হাবিবুর রহমান বাবলু স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, বিএনপি এবং শ্রমিক দলের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা।