
জুলাই গণ-অভ্যুত্থানে নেত্রকোণার শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে প্রশাসন।
নেত্রকোণা প্রতিনিধিঃ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন হতে জুলাই গণ-অভ্যুত্থানে নেত্রকোণার ১৭টি শহীদ পরিবারের কাছে ঈদ উপহার পৌছে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এ উপহার প্রদান করা হয় শহীদ পরিবারের মাঝে।
জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু, এনসিপির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফাহিম খান পাঠানসহ ১৭টি শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।