
ফাইল ছবি
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নাড়ির টানে ঘরে ফিরতে শুরু করেছে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার মানুষ। তবে সড়কে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে গাড়ির জন্য। বুধবার (৪ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে এমন চিত্র দেখা গেছে।
ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, হেমায়েতপুর, উল্লাইল, গেন্ডা, পাকিজার মোড়, সাভার বাজার বাসস্ট্যান্ড ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ, বাইপাইল, শ্রীপুর ও জিরানী বাসস্ট্যান্ডে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়।
পাকিজার মোড়ে দেড় ঘণ্টা বাসের অপেক্ষায় রয়েছেন রফিক মিয়া। তিনি বলেন, আমি যশোর যাব। কিন্তু আগে বাসের টিকিট কাটতে পারিনি। এখন বাসের জন্য অপেক্ষা করছি।
অপরদিকে শামীমা নামে এক স্কুল শিক্ষিকা বলেন, বিকেল ৫টার থেকে বাসের জন্য অপেক্ষা করছি। যেসব বাস আসে সেগুলোতে সিট পাওয়া যায় না। আবার অনেক গাড়ি গাবতলী থেকে যাত্রী ভর্তি হয়ে ছেড়ে আসে। সাভারে ওই গাড়িগুলো থামে না। এখন ৭টা বাজে, কিন্তু বাস পাইনি।