
জমি সংক্রান্ত বিরোধের জেরে মৌলভীবাজারের কমলগঞ্জে চাচার হাতে ২ ভাতিজি খুন; আহত-১
জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মৌলভীবাজারের কমলগঞ্জে চাচার হাতে দুই ভাতিজিকে কূপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হামলায় গুরুতর আহত তাদের মাকে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। মৌলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, মঙ্গলবার (৩ জুন) বিকাল ৫টার দিকে কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঠালকান্দি গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দুই পরিবারের কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে চাচা মাসুক আলী, চাচী রাহেনা বেগমসহ আরও কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে তাদের ভাতিজি ও আবু মিয়ার কন্যা শারমিন আক্তার ও মাছুমা বেগম এলোপাতাড়ি কূপ দিলে ঘটনাস্থলে শারমিন আক্তারের মৃত্যু ঘটে।
সন্ধ্যার পর আশংকাজনক অবস্থায় মাসুমা বেগমকে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এসময় আশংকাজনক অবস্থায় তাদের মা হাজেরা খাতুনকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনার পরপরই পালিয়ে যায় ঘাতক মাসুক মিয়া৷ তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।