ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে জামায়াত নেতা হত্যা মামলায় একজনের আমৃত্যু, ১৪ জনের যাবজ্জীবন

ছবি সংরকিত

হবিগঞ্জে চাঞ্চল্যকর জামায়াত নেতা মহিবুর রহমান চৌধুরী হত্যাকাণ্ডের এক যুগ পর রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর ১টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সৈয়দ মোহাম্মদ কায়সার ইউসূফ এ রায় ঘোষণা করেন।

রায়ে মামলার প্রধান আসামি শফিকুল আলম চৌধুরীকে আমৃত্যু কারাদণ্ড ও ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও ২ জনকে খালাস ও ৩ জন রায়ের পুর্বেই মৃত্যু বরণ করায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। মৃতরা হল- আকবর হোসেন, শাহজাহান ও আব্দুল কাইয়ুম এবং খালাস পাওয়ারা হল, জুয়েল মিয়া ও বুলবুল মিয়া।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি শফিকুল আলম চৌধুরী শহরের পুরানমুন্সেফী এলাকার বাসিন্দা। তারা গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার মকা গ্রামে। এছাড়াও যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা অন্যান্যরা হল একই গ্রামের শহিদুল আলম আকিক, জাহাঙ্গীর আলম, শেবুল মিয়া, রুবেল মিয়া, শামিম আহমেদ, আব্দুল মুকিত, আলমগীর, শামছুল হোদা ছরফুল, মকছুদ ওরফে ছাও মিয়া, তারা মিয়া, রতিশ দাস, ছায়েদ মিয়া, নাহিদ মিয়া।

মামলার বিবরণে জানা যায়- নিহত জামায়াত নেতা মহিবুর রহমান চৌধুরীসহ তাদের লোকজনের সঙ্গে দীর্ঘদিন যাবত গ্রাম্য বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত আসামী শফিকুল আলম চৌধুরীসহ তার লোকজনের। এরই জেরধরে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়।

এরই জেরধরে ২০১৩ সালের ১৭ জুন রাত সাড়ে ৮টার দিকে পুরানমুন্সেফী বড় পুকুর এলাকায় মহিবুর রহমানকে একা পেয়ে পুর্ব থেকে উৎপেতে থাকা প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত বিক্ষত করে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে এ ঘটনায় নিহতের ভাই মুজিবুর রহমান চৌধুরী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১২ বছর পর ২৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত রায় প্রদান করেন।

এ বিষয়ে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট গুলজার খান বলেন- মহিবুর রহমান চৌধুরী হত্যাকান্ডটি একটি আলোচিত ঘটনা। প্রকাশ্যে কুপিয়ে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়। আজকে এই মামলা রায় হল। রায় পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

নিহত মহিবুর রহমান চৌধুরীর ছোট ভাই মাহফুজ চৌধুরী বলেন- এই রায়ে আমরা সন্তুষ্ঠ না। একজন জলজ্যন্ত মানুষকে এভাবে হত্যা করার পরও এ রায় কাম্য না। আমরা উচ্চ আদালতে যাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

মাহিন হত্যা মামলায় আরো এক আসামি গ্রেফতার হলো ফটিকছড়িতে

হবিগঞ্জে জামায়াত নেতা হত্যা মামলায় একজনের আমৃত্যু, ১৪ জনের যাবজ্জীবন

প্রকাশের সময় : ০২:৩৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

ছবি সংরকিত

হবিগঞ্জে চাঞ্চল্যকর জামায়াত নেতা মহিবুর রহমান চৌধুরী হত্যাকাণ্ডের এক যুগ পর রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর ১টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সৈয়দ মোহাম্মদ কায়সার ইউসূফ এ রায় ঘোষণা করেন।

রায়ে মামলার প্রধান আসামি শফিকুল আলম চৌধুরীকে আমৃত্যু কারাদণ্ড ও ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও ২ জনকে খালাস ও ৩ জন রায়ের পুর্বেই মৃত্যু বরণ করায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। মৃতরা হল- আকবর হোসেন, শাহজাহান ও আব্দুল কাইয়ুম এবং খালাস পাওয়ারা হল, জুয়েল মিয়া ও বুলবুল মিয়া।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি শফিকুল আলম চৌধুরী শহরের পুরানমুন্সেফী এলাকার বাসিন্দা। তারা গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার মকা গ্রামে। এছাড়াও যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা অন্যান্যরা হল একই গ্রামের শহিদুল আলম আকিক, জাহাঙ্গীর আলম, শেবুল মিয়া, রুবেল মিয়া, শামিম আহমেদ, আব্দুল মুকিত, আলমগীর, শামছুল হোদা ছরফুল, মকছুদ ওরফে ছাও মিয়া, তারা মিয়া, রতিশ দাস, ছায়েদ মিয়া, নাহিদ মিয়া।

মামলার বিবরণে জানা যায়- নিহত জামায়াত নেতা মহিবুর রহমান চৌধুরীসহ তাদের লোকজনের সঙ্গে দীর্ঘদিন যাবত গ্রাম্য বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত আসামী শফিকুল আলম চৌধুরীসহ তার লোকজনের। এরই জেরধরে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়।

এরই জেরধরে ২০১৩ সালের ১৭ জুন রাত সাড়ে ৮টার দিকে পুরানমুন্সেফী বড় পুকুর এলাকায় মহিবুর রহমানকে একা পেয়ে পুর্ব থেকে উৎপেতে থাকা প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত বিক্ষত করে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে এ ঘটনায় নিহতের ভাই মুজিবুর রহমান চৌধুরী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১২ বছর পর ২৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত রায় প্রদান করেন।

এ বিষয়ে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট গুলজার খান বলেন- মহিবুর রহমান চৌধুরী হত্যাকান্ডটি একটি আলোচিত ঘটনা। প্রকাশ্যে কুপিয়ে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়। আজকে এই মামলা রায় হল। রায় পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

নিহত মহিবুর রহমান চৌধুরীর ছোট ভাই মাহফুজ চৌধুরী বলেন- এই রায়ে আমরা সন্তুষ্ঠ না। একজন জলজ্যন্ত মানুষকে এভাবে হত্যা করার পরও এ রায় কাম্য না। আমরা উচ্চ আদালতে যাব।