ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে ও সাংবাদিকসহ ৪ জন নিহত সিরাজগঞ্জে

ছবি সংগৃহিত

সিরাজগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক, বাবা-মেয়ে ও এক পথচারীসহ চারজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।মঙ্গলবার সকালে নিহতদের স্বজন ও পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার বহুতি গ্রামের হান্নান খান (৩৫) ও তার তিন বছরের মেয়ে হাফসা খাতুন, রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক ও রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আবুল কালাম বিশ্বাস এবং শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামের নুর নবী হোসেন (৫৫)।

নিহত সাংবাদিকের ভগ্নিপতি ও রায়গঞ্জ প্রেসক্লাবের সদস্য খোরশেদ আলম জানান, মাওলানা আবুল কালাম বিশ্বাস সোমবার রাতে বগুড়ায় জামায়াতে ইসলামী আয়োজিত শিক্ষা শিবির কর্মসূচি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বগুড়া-সিরাজগঞ্জ মহাসড়কের শেরপুর উপজেলার সোনকা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে।

এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও জানান, নিহত মাওলানা আবুল কালাম বিশ্বাস রায়গঞ্জ মহিলা মাদ্রাসার শিক্ষক ছিলেন, সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করতেন এবং গত ৫ আগস্ট সরকার পতনের পর রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক হিসেবে মনোনীত হন।

অপরদিকে, হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, সিরাজগঞ্জের বহুতি গ্রামের হান্নান খান স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে সলঙ্গার সাতটিকরী এলাকায় যাচ্ছিলেন।

পথে র‌্যাব-১২ কার্যালয়ের সামনে পৌঁছালে একটি অজ্ঞাত ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু হাফসা খাতুন মারা যায়। গুরুতর আহত হান্নান খান, তার স্ত্রী বৃষ্টি খাতুন ও ছেলে হামজাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় হান্নান খান মারা যান।

ওসি আরও জানান, সোমবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার কাওয়াক মোড় এলাকায় এক পথচারীকে চাপা দিয়ে একটি সিমেন্টবোঝাই ট্রাক উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী নুর নবী হোসেন মারা যান। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

মাহিন হত্যা মামলায় আরো এক আসামি গ্রেফতার হলো ফটিকছড়িতে

সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে ও সাংবাদিকসহ ৪ জন নিহত সিরাজগঞ্জে

প্রকাশের সময় : ০২:১৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

ছবি সংগৃহিত

সিরাজগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক, বাবা-মেয়ে ও এক পথচারীসহ চারজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।মঙ্গলবার সকালে নিহতদের স্বজন ও পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার বহুতি গ্রামের হান্নান খান (৩৫) ও তার তিন বছরের মেয়ে হাফসা খাতুন, রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক ও রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আবুল কালাম বিশ্বাস এবং শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামের নুর নবী হোসেন (৫৫)।

নিহত সাংবাদিকের ভগ্নিপতি ও রায়গঞ্জ প্রেসক্লাবের সদস্য খোরশেদ আলম জানান, মাওলানা আবুল কালাম বিশ্বাস সোমবার রাতে বগুড়ায় জামায়াতে ইসলামী আয়োজিত শিক্ষা শিবির কর্মসূচি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বগুড়া-সিরাজগঞ্জ মহাসড়কের শেরপুর উপজেলার সোনকা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে।

এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও জানান, নিহত মাওলানা আবুল কালাম বিশ্বাস রায়গঞ্জ মহিলা মাদ্রাসার শিক্ষক ছিলেন, সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করতেন এবং গত ৫ আগস্ট সরকার পতনের পর রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক হিসেবে মনোনীত হন।

অপরদিকে, হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, সিরাজগঞ্জের বহুতি গ্রামের হান্নান খান স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে সলঙ্গার সাতটিকরী এলাকায় যাচ্ছিলেন।

পথে র‌্যাব-১২ কার্যালয়ের সামনে পৌঁছালে একটি অজ্ঞাত ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু হাফসা খাতুন মারা যায়। গুরুতর আহত হান্নান খান, তার স্ত্রী বৃষ্টি খাতুন ও ছেলে হামজাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় হান্নান খান মারা যান।

ওসি আরও জানান, সোমবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার কাওয়াক মোড় এলাকায় এক পথচারীকে চাপা দিয়ে একটি সিমেন্টবোঝাই ট্রাক উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী নুর নবী হোসেন মারা যান। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।