টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চল পরিদর্শনে গিয়ে জবরদখলকারীদের হাতে নাজেহাল হয়েছেন বন অধিদপ্তরের কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক জহির উদ্দিন আকন। হামলায় টাঙ্গাইল বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহাম্মদ মহসীন লাঞ্ছিত হন এবং দুই বনরক্ষী গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
দোখলা রেঞ্জ কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, বন বিভাগের দলটি সেখানে গাছ কেটে অবৈধ দখলমুক্ত করার কাজ চলাকালে, হঠাৎ করে সাবেক ইউপি সদস্য গারো ফিলিপ সাংমা ও আব্দুল কদ্দুসের নেতৃত্বে একদল লোক এসে বন কর্মকর্তাদের ওপর হামলা চালায়।
আত্মরক্ষার্থে বন বিভাগের কর্মকর্তারা কাছাকাছি অবস্থিত ফরেস্ট বাংলোতে আশ্রয় নেন। পরে কয়েক শত জবরদখলকারী ফরেস্ট বাংলো ঘেরাও করে হামলার চেষ্টা করে। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেলে পুলিশ পাহারায় দুই কর্মকর্তাকে নিরাপদে টাঙ্গাইলে পৌঁছে দেওয়া হয়।
ওসি ইমরানুল কবীর বলেন, ঘটনার পর পরই আমরা ব্যবস্থা নিয়েছি। বন বিভাগ জানিয়েছে, তারা রোববার এ বিষয়ে মামলা দায়ের করবে।
বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহাম্মদ মহসীনের মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে। তার বক্তব্য পাওয়া যায়নি।