
ছবি সংগৃহীত
অনুমতি ছাড়া হজ করার পরিকল্পনার অভিযোগে মক্কায় প্রবেশের আগেই আড়াই লাখের বেশি মুসল্লিকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব।
অনুমতি ছাড়া হজ করার পরিকল্পনার অভিযোগে মক্কায় প্রবেশের আগেই আড়াই লাখের বেশি মুসল্লিকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব।
রোববার (১ জুন) সৌদি কর্মকর্তারা জানান, হজে অংশ নিতে মক্কায় প্রবেশের জন্য অনুমতি ছাড়া প্রায় ২ লাখ ৬৯ হাজার ৬৭৮ জনকে বাধা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ অবৈধভাবে মক্কায় প্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। খবর এপি ও আরব নিউজের।বার্তাসংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকার হজে অতিরিক্ত ভিড়ের জন্য অননুমোদিত অংশগ্রহণকারীদের দায়ী করছে।
গত বছরের তীব্র গ্রীষ্মের তাপদাহে মারা যাওয়ার জন্য এই অননুমোদিত অংশগ্রহণকারীদের দায়ী করছে সৌদ কর্তৃপক্ষ।বর্তমানে মক্কায় ১৪ লাখ মুসল্লি অবস্থান করছেন। আগামী কয়েক দিনের মধ্যে আরও কয়েক লাখ মুসল্লি আসবেন বলে আশা করা হচ্ছে।
এপির প্রতিবেদনে বলা হয়, হজ বিধি লঙ্ঘনের জন্য কর্মকর্তারা ২৩ হাজারের বেশি সৌদি বাসিন্দাকে জরিমানা করেছেন এবং ৪০০ হজ কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে।
লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-ওমারি গণমাধ্যমকে বলেন, হজযাত্রীরা আমাদের নজরদারীতে আছেন, যারা নিয়ম অমান্য করবেন তারা আমাদের হাতে ধরা পড়বেন।