
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সাজিউড়া বাজারে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর পক্ষ থেকে তেতুলিয়া গ্রামের সচেতন নাগরিক শফিক খন্দকার জানান, সাজিউড়া বাজারের গুরুত্বপূর্ণ সরকারি জায়গায় মোঃ হলুদ মিয়া (মোবাইল: ০১৭৪০-৫৫৩৮৯৭), পিতা: মৃত তারা মিয়া, গ্রাম: তেতুলিয়া—রাতের আঁধারে নদী ভরাট করে একটি অবৈধ ঘর নির্মাণ করেছেন।
এতে বাজারের শৃঙ্খলা নষ্ট হওয়ার পাশাপাশি স্থানীয়দের স্বাভাবিক চলাচলে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, উক্ত জায়গাটি প্রায় দুই বছর আগে সরকারিভাবে দখলমুক্ত করা হয়েছিল।
কিন্তু সম্প্রতি আবারও সেখানে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন। অভিযুক্ত মোঃ হলুদ মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “এ অভিযোগ মিথ্যা। আমি সরকারি জায়গায় কোনো ঘর নির্মাণ করিনি। সরেজমিনে গিয়ে দেখলেই বিষয়টি পরিষ্কার হবে।
এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিষয়টি তদন্তের জন্য উপজেলা ভূমি কর্মকর্তা (এসি ল্যান্ড) কে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” এলাকাবাসীর দাবি, অবিলম্বে সরকারি জায়গা দখলমুক্ত করতে হবে।
অন্যথায় বাজারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সরকারি জায়গা দখলের প্রবণতা আরও বৃদ্ধি পাবে।