
নেত্রকোনার মদন উপজেলায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে অনন্য উদাহরণ স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ অলিদুজ্জামান।
মঙ্গলবার (১ লা অক্টোবর) মদন উপজেলার বাংলাদেশ প্রেসক্লাবের সকল সাংবাদিক এবং উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে সারাদিন তিনি উপজেলার কাইটাইল ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
প্রতিটি মন্ডপে সরেজমিন খোঁজখবর নিয়ে তিনি দেখেন নিরাপত্তার কোনো ঘাটতি আছে কিনা, দায়িত্ব পালনে অবহেলা হচ্ছে কি না, অথবা জরুরি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে কিনা। তার দায়িত্বশীল উদ্যোগে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই সন্তুষ্টি প্রকাশ করেছেন। অনেকে তাকে মদনের পূজা মন্ডলের প্রকৃত অভিভাবক” হিসেবে অভিহিত করেছেন।
ইউএনও মোঃ অলিদুজ্জামান এর প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বেড়েছে সাধারণ মানুষের প্রত্যাশা। উপজেলা নির্বাহী অফিসার পূজা মণ্ডপ সফরসঙ্গী হিসেবে এই তদারকিতে তার সঙ্গে ছিলেন- কাইটাইল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আবু তাহের আজাদ, উপজেলা নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, উপজেলা পূজা কমিটির সভাপতি স্বপন কুমার পাল, বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আঙ্গুর রহমান ভূঁইয়া, প্রতিদিনের সংবাদ সাংবাদিক জরিপ আহমেদসহ অন্যান্য প্রমুখ।
কাইটাইল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আজাদ বলেন, সনাতন ধর্মাবলম্বী লোকজন বিগত নির্বাচনে আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ । তাদের শারদীয় দুর্গোৎসব পূজায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভাইয়ের আদেশে সর্বক্ষণ আমি সহ বিএনপি নেতৃবৃন্দ সব সময় মনিটরীং করে যাচ্ছে। যাতে মদনে শারদীয় দুর্গাপূজা দুষ্কৃতিকারীরা কোন প্রকার সমস্যা না করতে পারে সেই দিকে খেয়াল রাখছি।
উপজেলার ১৫টি পূজা মন্ডপে ইউএনও নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। যেকোনো প্রয়োজনে তিনি নিজেই ছুটে যান ঘটনাস্থলে । স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃবৃন্দসহ অন্যান্য দলের নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের সঠিকভাবে দায়িত্ব পালন ও তদারকির কারণে কোন প্রকার সমস্যার জনিত কারণ ছাড়াই এবারের পূজা উদযাপন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ অলিদুজ্জামান বলেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মলম্বী লোকজন তাদের ধর্মীয় উৎসব শান্তিতে উৎসব মুখর পরিবেশে পালন করতে পারে সেই দিকে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দের প্রচেষ্টায় মদন উপজেলায় ১৫ টি পূজা উদযাপন সুন্দরভাবে সম্পন্ন হতে যাচ্ছে। উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি।