
নেত্রকোনার মদন উপজেলায় ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ) উপজেলার মদন ইউনিয়নের কুলিয়াটি দক্ষিণ পাড়া গ্রাম থেকে রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারি হল কুলিয়াটি দক্ষিণ পাড়া গ্রামের মৃত তনু মিয়ার ছেলে আঙ্গুর মিয়া (৩৫), এবং একই গ্রামের মৃত কিন্তু মিয়ার ছেলে পিয়াস ( ২২) মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ বলেন, গোপন সংবাদ পেয়ে উপজেলার মদন ইউনিয়নের কুলিয়াটি দক্ষিণ পাড়া গ্রামে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মদন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।