ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দুয়ার মরহুম আতিকুর রহমান ভূঞা মিনি ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর শুভ উদ্বোধন

 নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী বাট্টা গ্রামে আজ শনিবার (২০ সেপ্টেম্বর) এক মনোমুগ্ধকর আয়োজনে উদ্বোধন করা হলো মরহুম আলহাজ্ব আতিকুর রহমান ভূঞা মিনি ফুটবল টুর্নামেন্ট–২০২৫।

স্থানীয় ক্রীড়াঙ্গনের প্রাণচাঞ্চল্যে ভরপুর এই আয়োজনকে ঘিরে সকাল থেকে গ্রামজুড়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল ইসলাম খান রাসেল। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মরহুম আতিকুর রহমান ভূঞার সুযোগ্য সন্তান সাজিদুল ইসলাম ভূঞা মিল্টন।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম খান শান্তি এবং পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন হৃদয়। ক্রীড়াপ্রেমী হাজারো জনতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মাঠে ভিড় জমিয়ে উদ্বোধনী খেলাকে প্রাণবন্ত করে তোলেন।

সাজিদুল ইসলাম ভূঞা মিল্টন তাঁর প্রয়াত পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, “আমার বাবা জীবদ্দশায় খেলাধুলার প্রতি ভীষণ অনুরাগী ছিলেন। তরুণ সমাজকে সৎ, ন্যায়পরায়ণ ও শৃঙ্খলাবদ্ধ করে গড়ে তোলার জন্য তিনি সবসময় খেলাধুলার প্রসারের পক্ষে ছিলেন। আজকের এই আয়োজন তাঁর স্বপ্ন পূরণেরই ধারাবাহিকতা।

প্রধান অতিথি রফিকুল ইসলাম খান রাসেল বলেন, “যুব সমাজকে সুস্থভাবে বেড়ে উঠতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলার মাঠ যত ব্যস্ত থাকবে, ততই সমাজে মাদক ও অপরাধ প্রবণতা হ্রাস পাবে।

তিনি এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি সাইফুল ইসলাম খান শান্তি তাঁর বক্তব্যে বলেন, “একসময় গ্রামীণ ক্রীড়া সংস্কৃতি ছিল আমাদের ঐতিহ্যের মূল শক্তি। আধুনিকতার ঢেউয়ে সেই সংস্কৃতি অনেকটাই হারিয়ে যেতে বসেছে। কিন্তু এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাঠে ফিরিয়ে আনা সম্ভব।

উদ্বোধনী ম্যাচে দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত খেলা দর্শকদের মুগ্ধ করে। খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য মাঠের চারপাশে দর্শকদের উল্লাসধ্বনি বারবার প্রতিধ্বনিত হয়। ছোট-বড় সকল বয়সী মানুষ খেলার মাঠে ভিড় জমায়। এ সময় বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজ যেমন শারীরিকভাবে সুস্থ থাকবে, তেমনি মানসিক দৃঢ়তাও বৃদ্ধি পাবে। খেলোয়াড়দের মাঝে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত কাজ করার মানসিকতা গড়ে ওঠে, যা ভবিষ্যতে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, বাট্টা গ্রামে প্রতিবছরই ক্রীড়াপ্রেমীরা নানা আয়োজনের মধ্য দিয়ে ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করে আসছেন। মরহুম আতিকুর রহমান ভূঞার স্মৃতিকে ধরে রাখতে এ টুর্নামেন্ট গত কয়েক বছর ধরে বিশেষভাবে আয়োজন করা হচ্ছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন আগামী প্রজন্মকে ক্রীড়াপ্রেমী করে তুলবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।

দিনভর খেলাকে ঘিরে এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রমাণ করে যে গ্রামীণ ক্রীড়া সংস্কৃতি এখনো মানুষের হৃদয়ে জীবন্ত হয়ে আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

মাহিন হত্যা মামলায় আরো এক আসামি গ্রেফতার হলো ফটিকছড়িতে

কেন্দুয়ার মরহুম আতিকুর রহমান ভূঞা মিনি ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর শুভ উদ্বোধন

প্রকাশের সময় : ১০:৪৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

 নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী বাট্টা গ্রামে আজ শনিবার (২০ সেপ্টেম্বর) এক মনোমুগ্ধকর আয়োজনে উদ্বোধন করা হলো মরহুম আলহাজ্ব আতিকুর রহমান ভূঞা মিনি ফুটবল টুর্নামেন্ট–২০২৫।

স্থানীয় ক্রীড়াঙ্গনের প্রাণচাঞ্চল্যে ভরপুর এই আয়োজনকে ঘিরে সকাল থেকে গ্রামজুড়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল ইসলাম খান রাসেল। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মরহুম আতিকুর রহমান ভূঞার সুযোগ্য সন্তান সাজিদুল ইসলাম ভূঞা মিল্টন।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম খান শান্তি এবং পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন হৃদয়। ক্রীড়াপ্রেমী হাজারো জনতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মাঠে ভিড় জমিয়ে উদ্বোধনী খেলাকে প্রাণবন্ত করে তোলেন।

সাজিদুল ইসলাম ভূঞা মিল্টন তাঁর প্রয়াত পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, “আমার বাবা জীবদ্দশায় খেলাধুলার প্রতি ভীষণ অনুরাগী ছিলেন। তরুণ সমাজকে সৎ, ন্যায়পরায়ণ ও শৃঙ্খলাবদ্ধ করে গড়ে তোলার জন্য তিনি সবসময় খেলাধুলার প্রসারের পক্ষে ছিলেন। আজকের এই আয়োজন তাঁর স্বপ্ন পূরণেরই ধারাবাহিকতা।

প্রধান অতিথি রফিকুল ইসলাম খান রাসেল বলেন, “যুব সমাজকে সুস্থভাবে বেড়ে উঠতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলার মাঠ যত ব্যস্ত থাকবে, ততই সমাজে মাদক ও অপরাধ প্রবণতা হ্রাস পাবে।

তিনি এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি সাইফুল ইসলাম খান শান্তি তাঁর বক্তব্যে বলেন, “একসময় গ্রামীণ ক্রীড়া সংস্কৃতি ছিল আমাদের ঐতিহ্যের মূল শক্তি। আধুনিকতার ঢেউয়ে সেই সংস্কৃতি অনেকটাই হারিয়ে যেতে বসেছে। কিন্তু এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাঠে ফিরিয়ে আনা সম্ভব।

উদ্বোধনী ম্যাচে দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত খেলা দর্শকদের মুগ্ধ করে। খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য মাঠের চারপাশে দর্শকদের উল্লাসধ্বনি বারবার প্রতিধ্বনিত হয়। ছোট-বড় সকল বয়সী মানুষ খেলার মাঠে ভিড় জমায়। এ সময় বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজ যেমন শারীরিকভাবে সুস্থ থাকবে, তেমনি মানসিক দৃঢ়তাও বৃদ্ধি পাবে। খেলোয়াড়দের মাঝে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত কাজ করার মানসিকতা গড়ে ওঠে, যা ভবিষ্যতে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, বাট্টা গ্রামে প্রতিবছরই ক্রীড়াপ্রেমীরা নানা আয়োজনের মধ্য দিয়ে ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করে আসছেন। মরহুম আতিকুর রহমান ভূঞার স্মৃতিকে ধরে রাখতে এ টুর্নামেন্ট গত কয়েক বছর ধরে বিশেষভাবে আয়োজন করা হচ্ছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন আগামী প্রজন্মকে ক্রীড়াপ্রেমী করে তুলবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।

দিনভর খেলাকে ঘিরে এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রমাণ করে যে গ্রামীণ ক্রীড়া সংস্কৃতি এখনো মানুষের হৃদয়ে জীবন্ত হয়ে আছে।