
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা বিএনপির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা বসে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী। উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মোসলেম, সহ-সভাপতি জহিরুল হক স্বপন, সহ-সভাপতি আব্দুল আওয়াল খান, গোলাম মোস্তফাসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
তথ্যসূত্রে জানা যায়, নবঘোষিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দের পরিচিতি এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ক আলোচনা সভার মূল আলোচ্য ছিল।
সভায় বক্তারা সাংগঠনিক তৎপরতা জোরদার করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।