ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে ৯ বছর পর বিএনপির সম্মেলন, কাউন্সিলরদের পুরোনো নেতৃত্বেই আস্থা

ছবি সংগৃহিত

৯ বছর পর উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পুরোনো নেতৃত্বের ওপরই আস্থা রেখেছেন কাউন্সিলররা। সভাপতি হয়েছেন শিল্পপতি শরীফুল আলম ও সাধারণ সম্পাদক হয়েছেন মাজহারুল ইসলাম।

গতকাল শনিবার দুপুরে শহরের পুরোনো স্টেডিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে দিবাগত রাত ৩টার কিছু পর ফলাফল ঘোষণা করা হয়।

২০১৬ সালে সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন হলেও কমিটি সঙ্গে সঙ্গে ঘোষণা করা যায়নি। পরে কেন্দ্র থেকে শরীফুল আলমকে সভাপতি ও মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই তিন বছরের কমিটি দিয়ে ৯ বছর পার হয়।

সম্মেলন ঘিরে গতকাল সকাল থেকেই শহরে উৎসবের আমেজ ছিল। ঢাকঢোল বাজিয়ে বিভিন্ন উপজেলা থেকে নেতা–কর্মীরা সম্মেলনে যোগ দেন। স্টেশন রোডে সকাল থেকে রাত পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। ভোট গণনার সময় রাত সাড়ে ৯টার দিকে সাধারণ সম্পাদক প্রার্থী খালেদ সাইফুল্লাহ সোহেল তিনটি ব্যালট বাক্স সরানোর অভিযোগ তুললেও পরে তিনি ফল মেনে নেওয়ার ঘোষণা দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

মাহিন হত্যা মামলায় আরো এক আসামি গ্রেফতার হলো ফটিকছড়িতে

কিশোরগঞ্জে ৯ বছর পর বিএনপির সম্মেলন, কাউন্সিলরদের পুরোনো নেতৃত্বেই আস্থা

প্রকাশের সময় : ১২:৪৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

ছবি সংগৃহিত

৯ বছর পর উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পুরোনো নেতৃত্বের ওপরই আস্থা রেখেছেন কাউন্সিলররা। সভাপতি হয়েছেন শিল্পপতি শরীফুল আলম ও সাধারণ সম্পাদক হয়েছেন মাজহারুল ইসলাম।

গতকাল শনিবার দুপুরে শহরের পুরোনো স্টেডিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে দিবাগত রাত ৩টার কিছু পর ফলাফল ঘোষণা করা হয়।

২০১৬ সালে সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন হলেও কমিটি সঙ্গে সঙ্গে ঘোষণা করা যায়নি। পরে কেন্দ্র থেকে শরীফুল আলমকে সভাপতি ও মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই তিন বছরের কমিটি দিয়ে ৯ বছর পার হয়।

সম্মেলন ঘিরে গতকাল সকাল থেকেই শহরে উৎসবের আমেজ ছিল। ঢাকঢোল বাজিয়ে বিভিন্ন উপজেলা থেকে নেতা–কর্মীরা সম্মেলনে যোগ দেন। স্টেশন রোডে সকাল থেকে রাত পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। ভোট গণনার সময় রাত সাড়ে ৯টার দিকে সাধারণ সম্পাদক প্রার্থী খালেদ সাইফুল্লাহ সোহেল তিনটি ব্যালট বাক্স সরানোর অভিযোগ তুললেও পরে তিনি ফল মেনে নেওয়ার ঘোষণা দেন।